• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে হতাশায় শুরু বাংলাদেশের প্রথম ইনিংস। শুরুতেই উইকেট হারানোর তিক্ত স্বাদ পেতে হয়েছে টাইগারদের। ইনিংসের চতুর্থ বলেই সাদমানকে তুলে নিয়ে টাইগার শিবিরে প্রথম আঘাতটি হানেন আফগান পেসার ইয়ামিন আহমদজাই। পেসার ইয়ামিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই।

নিয়মিত ওপেনার তামিম ইকবাল ছুটিতে থাকায় সাদমানের সঙ্গে ওপেনিংয়ে আসেন সৌম্য সরকার। সাদমানের বিদায়ে তিন নম্বরে ব্যাট করতে এসেছেন লিটন দাস।

যদিও গতকাল একাদশ দিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। যে দলে ছিল না কোনও পেস বোলার। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বলেন, এই উইকেটে পেসার বোলার নিয়ে কোনও লাভ নেই।

এর আগে সকালে ৩৪২ রান করে নিজেদের প্রথম ইনিংস শেষ করে আফগানিস্তান। ১০২ রানের ইনিংস খেলেছিলেন রহমত শাহ। ৯২ রান করেন আসগর আফগান। আফসার জাযাই খেলেন ৪১ রানের ইনিংস এবং শেষদিকে আফগান অধিনায়ক রশিদ খান করেন ৫১ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৪ ওভারে ১ রান, ১ উইকেটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads