• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে বৃষ্টির হানা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে এখনো শুরু করা যায়নি।

আজ রোববার নির্ধারিত ৯টা ৪০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে তা সম্ভব হয়নি। ইতোমধ্যে উইকেটও ঢেকে রাখা হয়েছে কাভারে।

আবহাওয়া যে খারাপ হতে পারে আগে থেকেই ধারণা ছিল। বৃষ্টির আনাগোনা ছিল গতকাল থেকেই। কিন্তু সেটা যে আজ একেবারে সাত-সকালে এসে হানা দেবে, তা হয়তো ভাবতে পারেনি কেউ। এদিকে আলোর স্বল্পতায় তৃতীয় দিন শেষ হয়েছিল আগেভাগে। সেই ক্ষতি পুষিয়ে নিতে চতুর্থ দিন ২০ মিনিট আগে খেলা শুরুর প্রস্তুতি ছিল। সেখানে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

 

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২

বাংলাদেশ প্রথম ইনিংস:

(আগের দিন ১৯৪/৮) ৭০.৫ ওভারে ২০৫ (সাদমান ০, সৌম্য ১৭, লিটন ৩৩, মুমিনুল ৫২, সাকিব ১১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক ৪৮*, মিরাজ ১১, তাইজুল ১৪, নাঈম ৭; আহমেদজাই ১/২১, নবি ৩/৫৬, জহির ০/৪৬, রশিদ ৫/৫৫, কাইস ১/২২)।

আফগানিস্তান দ্বিতীয় ইনিংস:

৮৩.৪ ওভারে ২৩৭/৮ (ইহসানউল্লাহ ৪, ইব্রাহিম ৮৭, রহমত ০, হাশমতউল্লাহ ১২, আসগর ৫০, আফসার ৩৪*, নবি ৮, রশিদ ২৪, কাইস ১৪, আহমেদজাই ০*; সাকিব ৩/৫৩, মিরাজ ১/৩৫, তাইজুল ২/৬৮, নাইম ২/৬১, মুমিনুল ০/১৩, মোসাদ্দেক ০/৩)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads