• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বৃষ্টিতে আবারও খেলা বন্ধ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

বৃষ্টিতে আবারও খেলা বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ সেপ্টেম্বর ২০১৯

তিন ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল চট্টগ্রাম টেস্ট। বেলা ১টায় খেলা শুরু হয় বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পঞ্চম দিনের খেলা। ১৩ বল খেলতে না খেলতে আবারও বৃষ্টি হানা। সেই সঙ্গে আফগানিস্তানের হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। সকালের প্রথম সেশনে কোন বলই মাঠে গড়ায়নি।

এদিকে ম্যাচ বাঁচাতে আজ সারা দিন ব্যাট করতে হতো সাকিবদের। কিন্তু চট্টগ্রামের আকাশ বাংলাদেশের সেই পাহাড়সম কাজের চাপের ভাগ নিয়েছে। চট্টগ্রামে সকাল থেকে হচ্ছে ঝুম বৃষ্টি। রোববার রাত থেকেই চট্টগ্রামের আকাশটা গোমড়ামুখে ছিল। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যায়নি। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছিল। পিচ থেকেও কভার সরিয়ে নেওয়া হয়েছিল। মাঠে নেমে সাকিব-সৌম্য তেরো বল খেলতে না খেলতেই চলে এসেছে বৃষ্টি। সেই সাথে ড্রয়ের দিকে যাচ্ছে চট্টগ্রাম টেস্ট।

ম্যাচ জিততে আফগানিস্তানের লাগবে আর মাত্র চার উইকেট। অন্যদিকে ম্যাচ বাঁচাতে সারাদিন ব্যাট করতে হবে টাইগারদের। আর ম্যাচ যদি বাংলাদেশ জিততেও চায় তাহলে করতে হবে আরও ২৫৫ রান। এখন পর্যন্ত মাঠে সাকিব ৪৪ ও সৌম্য ২ রানে অপরাজিত আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads