• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
১৪ ছক্কায় মুনসের তাণ্ডব!

সংগৃহীত ছবি

ক্রিকেট

১৪ ছক্কায় মুনসের তাণ্ডব!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৯

টি-টোয়েন্টিতে রেকর্ডময় ইনিংস উপহার দিয়েছে স্কটল্যান্ড। আর এমন ইনিংস গড়ার মূল কৃতিত্ব দলটির ওপেনার জর্জ মুনসে ও অধিনায়ক কাইল কোয়েটজারের। এর আগে টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি ছিল না মুনসের। অথচ প্রথম সেঞ্চুরি তুলে নিতে তাণ্ডব চালিয়েছেন নেদারল্যান্ডসের ওপর!

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে এমন ঝড় তুলে ২০০ রানের ওপেনিং জুটি গড়ার রেকর্ড গড়েছেন মুনসে ও কোয়েটজার। তাদের ব্যাটে ভর করেই ৩ উইকেটে ২৫২ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। যা স্কটল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ আর টি-টোয়েন্টি ইতিহাসে জায়গা করে নিয়েছে ছয়ে।

টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোটা যে ভুল ছিল তার প্রমাণ পেয়েছে নেদারল্যান্ডস। ওপেনিংয়ে শুরু থেকে তাণ্ডব চালিয়েছেন মুনসে ও কোয়েটজার। মুনসে ৫৬ বলে উপহার দেন ১২৭ রানের বিধ্বংসী ইনিংস। কোয়েটজারও কম ছিলেন না, ৫০ বলে করেন ৮৯ রান!

মুনসে ও কোয়েটজারের এই তাণ্ডবে সমৃদ্ধ হয়েছে রেকর্ড বই। তাদের ২০০ রানের পার্টনারশিপ টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ। আবার মুনসেরের ৪১ বলে করা সেঞ্চুরিটি এই ফরম্যাটে দ্রুতগতির সেঞ্চুরির তালিকায় রয়েছে তিনে।

কিছুদিন আগে এক ইনিংসে সর্বোচ্চ ১৬টি ছক্কা হাঁকিয়ে ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই। সর্বাধিক ছক্কা হাঁকানোর এই তালিকায় মুনসে জায়গা করে নিলেন তিনে। ১৪টি ছক্কা মেরেছেন। সমান ১৪টি ছক্কা মেরে তালিকায় দুইয়ে আছেন অ্যারন ফিঞ্চ। অবশ্য আরেকটু হলে টি-টোয়েন্টিতে যুবরাজ সিংয়ের এক ওভারে ছয় ছক্কার রেকর্ডেও ভাগ বসাতে বসেছিলেন। নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডাউডের প্রথম ওভারে চার ছক্কা আর ২টি চার মেরেছেন!

শুরুটা তারা যেভাবে করেছিলেন পরে সেই জুটি না টেকায় সংগ্রহটা আর বড় হয়নি। ১৫.১ ওভারে কোয়েটজার ফিরে যান ৮৯ রানে। তবে মুনসে ৫৬ বলে ১২৭ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২৫২ রান তুলতে পারে তারা।

নেদারল্যান্ডসও ঝড়ো গতিতে রান তুলে জবাব দেওয়ার চেষ্টা করেছে। অধিনায়ক পিএম সিলার ৪৯ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে অপরাজিত ছিলেন। তবে ৭ উইকেটে ১৯৪ রানে থেমে যেতে হয়েছে তাদের! তাতে স্কটিশরা জেতে ৫৮ রানে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads