• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বোর্ডের আয়ে ভাগ চান ক্রিকেটাররা

সংগৃহীত ছবি

ক্রিকেট

বোর্ডের আয়ে ভাগ চান ক্রিকেটাররা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রাজস্ব আয়ের ভাগ চেয়েছেন ধর্মঘটে যাওয়া ক্রিকেটাররা।

আজ বুধবার সন্ধ্যা ৬টায় গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে আসেন আন্দোলনরত ক্রিকেটাররা। তারা ১১ দফার বদলে ১৩ দফা দাবি উপস্থাপন করেন। নিয়ে এসেছেন তারা।

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান পেশাদার ক্রিকেটারদের একজন মুখপাত্র হিসেবে এক সংবাদ সম্মেলনে ওই ১৩ দাবি উপস্থাপন করেন।

এই দাবিগুলো ডাকযোগে ও ইমেইলের মাধ্যমে বুধবার বিকেল চারটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান।

ক্রিকেটারদের দাবির মধ্যে অন্যতম হচ্ছে- প্রফেশনাল ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন গঠন। নতুন দাবীর আর একটি হল নারী ক্রিকেটাররা যে বেতন ভাতা পান তা যেন পুরুষ দলের সদস্যদের সমান হয়।

সংবাদ সম্মেলনের শেষদিকে সাকিব আল হাসান এসে জানান বিসিবির সঙ্গে বসে সমস্যার সমাধান করতে আগ্রহী তারা।

দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাইমুর রহমান দুর্জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয় গণভবনে দেখা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads