• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দর্শকদের কটূক্তিতে মেজাজ হারালেন মুশফিক

সংগৃহীত ছবি

ক্রিকেট

দর্শকদের কটূক্তিতে মেজাজ হারালেন মুশফিক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৯

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লাল দলের হয়ে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। সবুজ দলের আরাফাত সানির বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। মাত্র ৪ রান করে আউট হয়ে ফেরার সময় কানে আসলো এক দর্শকের কটূক্তি। এরপরে মেজাজ হারিয়ে তেড়ে যান ইমরান নামের সেই দর্শকের দিকে।

এ সময় ড্রেসিংরুমের ওপরের রেলিং টপকে গ্র্যান্ডস্ট্যান্ডে উঠে যান মুশফিক। তারপর ওই তরুণের কাছে গিয়ে বলেন, একটু আগে যা বললেন, তা আমার চোখের দিকে তাকিয়ে বলুন!

নিরাপত্তাকর্মী ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা গিয়ে তাদের তর্কাতর্কি থামান। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেডিয়াম থেকে বের করে দেয় সেই দর্শককে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুশফিককে খুব বাজে কথা বলেছে সেই দর্শক। এমন কথা শুনলে যে কারও মাথা খারাপ হয়ে যাবে। তবে ইমরান নামের ওই দাবি, তিনি কোনও খারাপ মন্তব্য করেননি। বলেন, উনি মাথা নিচু করে ফিরছিলেন। তাই বলেছিলাম, মাথাটা উঁচু রাখেন। এতেই উনি রেগে যান।

খেলার মাঠে এমনিতেই অনেক চাপে থাকেন ক্রিকেটাররা। অপ্রত্যাশিত মন্তব্যে এমন ‘অপ্রীতিকর’ পরিস্থিতি তৈরির ঘটনাও তাই নতুন নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads