• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

কারিনার হাতে বাজল বিশ্বকাপের ঘণ্টা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৯

ঘণ্টা বেজে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেই ঘণ্টা বাজিয়ে দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচিত হলো কারিনার হাত ধরে।

আপাতত রুপালি পর্দায় উপস্থিতি নেই কারিনার। লম্বা ছুটিতে রয়েছেন তিনি। ছেলে তৈমুর কিংবা স্বামী সাইফ আলি খানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন দুনিয়ার আনাচে-কানাচে। আর যেখানেই যান, পাপারাজ্জিদের ক্যামেরা তো পিছু রয়েছেই।

এরই মধ্যে শুক্রবার মেলবোর্নে একটি গ্লোবাল ক্রিকেটিং ইভেন্টের শরিক হলেন এই বলিউড অভিনেত্রী। অস্ট্রেলিয়ার মাটিতে আগামী বছর অনুষ্ঠেয় নারী এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির উন্মোচন হলো নবাব পতৌদি পূত্রবধূর হাত ধরে।

শুধুমাত্র পুরুষদের নয়, আগামী বছর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। পুরুষদের বিশ্বকাপ আগামী অক্টোবরে শুরু হলেও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২১ ফেব্রুয়ারি। যা নিয়ে ইতোমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।

পাশাপাশি বাছাই পর্বের মধ্য দিয়ে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মূলপর্বে এক এক করে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউগিনি, নামিবিয়া, নেদারল্যান্ডসের মতো দেশগুলো। এমনই এক সময়ে শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের হাত ধরে বিশ্বকাপের ট্রফি উন্মোচন আলাদা মাত্রা যোগ করে দিয়েছে বিশ্বকাপের লড়াইয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ট্রফি উন্মোচনের একাধিক ছবি পোস্ট করেন কারিনা। যেখানে ট্রফির পাশে দাঁড়িয়ে পোজ দেওয়া ছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে বসেও বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেন সাইফ-পত্নী। এছাড়া মেলবোর্ন ক্রিকেট ক্লাবের ভেতরে শচীন টেন্ডুলকার-ডন ব্র্যাডম্যানের ছবির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে কারিনা বলেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিশ্বকাপের মতো এমন একটি ইভেন্টে অংশগ্রহণ করতে চলা প্রত্যেকটি দেশের প্রত্যেক নারী ক্রিকেটারকে উৎসাহ দিতে চাই তাদের স্বপ্ন পূরণের জন্য। এমন একটি আন্তর্জাতিক মঞ্চে নারীদের দেখা ভীষণ আনন্দের।’

তার শ্বশুর ছিলেন বিশ্বের নামকরা একজন ক্রিকেটার-মনসুর আলি খান পতৌদি। ফলে ক্রিকেট পরিবারের সদস্যই বলা যায় কারিনাকে। সে গর্বও উঠে এলো তার কণ্ঠে। তিনি বলেন, ‘ওরা প্রত্যেকেই সবার কাছে অনুপ্রেরণা। আমার শ্বশুর বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার ছিলেন, যিনি ভারতীয় জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন। তাই এমন একটি ইভেন্টের অংশীদার হওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads