• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ক্রিকেট

সাকিব হতে চান আফিফ

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৯

সাকিব আল হাসানকে অনুসরণ করে তার মতোই অলরাউন্ডার হয়ে উঠতে চান তরুণ ক্রিকেটার আফিফ হোসেন। রাজকোটে গতকাল মঙ্গলবার দলের অনুশীলন শেষে প্রসঙ্গটি উঠতেই আফিফ জানিয়ে দিলেন, তার মাঝেও বাস করেন একজন সাকিব, ‘সাকিব ভাইকে একদম ছোট থেকেই ফলো করি।’

সাকিবের মতো ‘জেনুইন’ অলরাউন্ডার হয়ে ওঠার সম্ভাবনা আছে তারও। সবশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে যদিও তার বোলিংই ছিল বেশি কার্যকর। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও আফিফ ছিলেন আলোচনায়। ৩ ওভারে ১১ রান দিয়ে নেন ১ উইকেট। নিয়েছেন নিজের বলে দুর্দান্ত এক ক্যাচ।

তবে ২০ বছর বয়সী ক্রিকেটার আপাতত নিজেকে দেখছেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই, ‘অবশ্যই আমি একজন ব্যাটিং অলরাউন্ডার। শেষ ম্যাচে আমার ব্যাটিংয়ের সুযোগ আসেনি। বোলিংয়ে সুযোগ এসেছে। সেখানে আমি দলের জন্য পারফর্ম করার চেষ্টা করেছি। ব্যাটিংয়ে সুযোগ এলে আমি একইভাবে চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার।’

বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে এখনো খুব বেশি কাজ করা হয়ে ওঠেনি আফিফের। নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনারের কাছ থেকে নতুন কিছু শিখতে মুখিয়ে আছেন তিনি, ‘নতুন তেমন কিছু এখনো শেখা হয়নি। অন্য বোলারদের নিয়ে অনেক কাজ করলেও আমার সঙ্গে ততটা করা হয়নি। আমি সব সময় যেমন করে থাকি, আমাকে সেটাই করে যেতে বলেছেন তিনি।’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে খেলার সুযোগ পেয়েছিলেন আফিফ। যেতে পারেননি অনাপত্তি পত্র না পাওয়ায়। অনেকেই তার মাঝে দেখেন বিপুল সম্ভাবনা। তাদের প্রত্যাশা মেটাতে নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আফিফ, ‘অবশ্যই ব্যাপারটা উপভোগ করছি। পারফর্ম করলে সবার চাহিদা বৃদ্ধি পায়। চেষ্টা করব আরো ভালো করে তাদের প্রত্যাশা মেটাতে।’

ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘জার্নিটা অনেক আনন্দদায়ক। এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। জাতীয় দলের সঙ্গে প্রথম সফর। শুরু থেকে রোমাঞ্চিত ছিলাম। প্রথম থেকেই চেষ্টা করছিলাম, এখানে এসে যেন আমি নিজের সেরাটা দিতে পারি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads