• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ক্রিকেট

শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৯

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ইন্দোরের হলকার স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি দলের। উমেশ যাদবের বলে ক্যাচ হয়ে প্রথমে ফিরে যান ইমরুল কায়েস। এরপরই ইশান্ত শর্মার বলে সাজঘরে ফেরেন অন্য ওপেনার সাদমান ইসলাম। 

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন অধিনায়ক মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন।

উমেশ যাদবের বুলেট গতির একেকটা বল থামাতে বেশ বেগ পেতে হচ্ছিল ইমরুল কায়েসকে। ওপেনিংয়ে নামার পর থেকেই ব্যাটে-বলের সংযোগটা সেভাবে চোখে পড়েনি। শেষমেশ ব্যক্তিগত ৬ রানের মাথায় থামলেন ইমরুল। সেই যাদবের বলে থার্ড স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। এরপর সাদমানও ৬ রানে একই পথ ধরেন। ইশান্ত শর্মার সুইংয়ে পরাস্ত হন পুরোপুরি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বাংলাদেশের সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নেই। তাদের ছাড়াই বাংলাদেশ ভালো খেলার চ্যালেঞ্জ নিয়েছে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিশচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads