• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন শাহাদাত

পেসার শাহাদাত হোসেন

ফাইল ছবি

ক্রিকেট

পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন শাহাদাত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে সতীর্থকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে শাহাদাত হোসেনকে। এর পাশাপাশি তাকে তিন লাখ টাকা জরিমানা। পাঁচ বছরের নিষেধাজ্ঞার প্রথম তিন বছর তিনি কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। আর শেষ দুই বছর থাকছে স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ প্রথম তিন বছরে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে পরের দুই বছরও তাকে ক্রিকেট থেকে নির্বাসনে থাকতে হবে। আর যদি না ঘটান তাহলে বিসিবি চাইলে তিন বছর পরে আবারও ফিরতে পারবেন ক্রিকেটে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানান টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু।

রোববার জাতীয় লিগের খুলনা বিভাগের বিপক্ষে ঢাকার হয়ে খেলার সময়ে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে বল শাইন করে দিতে বলেছিলেন শাহাদাত। কিন্তু অনীহা প্রকাশ করেন সানি। তাই সানিকে চড় ও লাথি মারেন শাহাদাত। এসময় তাকে থামাতে ব্যর্থ হলে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে ম্যাচটি থেকে শাহাদাতকে বাদ দেওয়া হয়। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর ম্যাচ রেফারি আখতার আহমেদ একটি প্রতিবেদন জমা দেন বিসিবিতে। সেখানে বলা হয়, শাহাদাত যা করেছে এটা ৪ মাত্রার অপরাধ। বড় ধরনের অপরাধ।

এদিকে নিজের দোষ স্বীকার করে শাহাদাত বলেন, এটা সত্যি আমি নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারিনি। তবে সানি আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে। যা আমার পক্ষে হজম করা কঠিন ছিল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads