• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ক্রিকেট

বাংলাদেশের সাথে দিবারাত্রির টেস্ট খেলতে চায় পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৯

আগামী বছরের শুরুর দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম-এফটিপি অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশটিতে তিনটি টি-২০ এবং দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার ঝুঁকি ইস্যুতে এখনো পাকিস্তান সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করতে হচ্ছে।

অপরদিকে বাংলাদেশ সফরে যাচ্ছে ধরে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দেয়া হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে করাচি টেস্টটা কৃত্রিম আলো ও গোলাপি বলে খেলতে চাইছে পাকিস্তান।

১৬ বছর পর বাংলাদেশকে পূর্ণাঙ্গ সিরিজে আতিথ্য দেওয়ার সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চাইছে পাকিস্তান।

নিরাপত্তা প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সিরিজের ব্যাপারে কিছু বলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে, ক্রিকেটার এবং কোচিং স্টাফের মধ্যে অনেকেই পাকিস্তান সফরে যেতে নারাজ। আর তাই বিসিবি চাইছে সেখানে টি-২০ সিরিজ খেলে টেস্ট সিরিজটা আরব আমিরাতে খেলতে। তবে সফলভাবে শ্রীলঙ্কা সিরিজ আয়োজন করা পাকিস্তান অবশ্য শক্ত অবস্থানে। কয়েকদিন আগে পিসিবির এক কর্মকর্তা দেশটির জিও টিভিকে জানিয়েছেন, সূচি অনুযায়ী ঘরের মাঠে যে সিরিজগুলো আয়োজনের কথা তা আর বাইরে খেলবে না তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads