• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বুলবুলের পরামর্শ আশরাফুলকে

ফাইল ছবি

ক্রিকেট

বুলবুলের পরামর্শ আশরাফুলকে

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল চলমান বঙ্গবন্ধু বিপিএলে নেই। কিন্তু এবার জাতীয় লিগে ভালো খেলেছিলেন তিনি। মাঠে ফেরার তাড়াটা এখনো আছে আশরাফুলের। সেই তাড়া থেকেই নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সামনে ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ এবং তার পরপরই বিসিএল, সেখানে ভালো করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন জাতীয় দলের একসময়ের বড় তারকা।

এরই মধ্যে অগ্রজ, সাবেক অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের পরামর্শও নিয়ে ফেললেন আশরাফুল। বুলবুল এখন বাংলাদেশ সফরে রয়েছেন। বুলবুলকে নিজের সমস্যার কথা জানালেন আশরাফুল। আর তাকে ঠিকই পরামর্শ দিলেন ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ১৪৫ রান করা বুলবুল। বুলবুল ঢাকায় এক সপ্তাহ আগে এলেও এখানকার ক্রিকেট এখন আর আগের মতো টানে না তাকে। অস্ট্রেলিয়ায় কদর পাচ্ছেন, অথচ দেশের ক্রিকেটে তার মূল্যায়ন হয়নি। অভিমান থেকেই যেন গত এক সপ্তাহে শেরে বাংলায় একবারের জন্যও যাননি তিনি। অথচ গিয়েছেন ফুটবল ম্যাচ দেখতে। তবে শেরে বাংলায় চলমান বিপিএল দেখতে না গেলেও দেশের ক্রিকেটের প্রতি, ক্রিকেটারদের প্রতি মমত্ববোধটা আগের মতোই আছে বুলবুলের। তাই তো অনুজপ্রতিম আশরাফুলের অনুরোধ উপেক্ষা করতে পারেননি। ছোট ভাইয়ের এমন অনুরোধ শুনে পরদিনই সময় করে বুলবুল ছুটে যান মিরপুর সিটি ক্লাব মাঠে। সেখানে আশরাফুলের সমস্যা নিয়ে কথা বলেন। হাতে-কলমে কিছু করণীয় কাজ দেখিয়েও দেন। বুলবুল জানান, এর মধ্যে একদিন মিরপুর সিটি ক্লাব মাঠে গিয়েছিলাম। সেটা ছোট ভাই আশরাফুলের (জাতীয় দলের সাবেক অধিনায়ক) অনুরোধে।

আশরাফুল একদিন ফোন করে বলল, বুলবুল ভাই, ব্যাটিংয়ে একটু সমস্যা হচ্ছে, যদি একটু দেখিয়ে দিতেন! এ ব্যাপারে যোগাযোগ করা হলে দেশের ক্রিকেটের সব সময়ের অন্যতম সেরা ব্যাটিং প্রতিভা আশরাফুল জানান, ‘হ্যাঁ, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে করতে মনে হলো বুলবুল ভাই যখন দেশে এসেছেন, তার কাছে যাই। তার টিপস নিই।’ নন্দিত-নিন্দিত আশরাফুল মধ্য তিরিশে দাঁড়িয়ে এখনো বুলবুলের শরণাপন্ন হতে পারেন। তার কাছ থেকে ব্যাটিং টিপস নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। কিন্তু সেই বুলবুল দেশের ক্রিকেটে অবমূল্যায়িত। তাকে ব্যবহার করার কোনোই উদ্যোগ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads