• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মাশরাফি

ফাইল ছবি

ক্রিকেট

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মাশরাফি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০২০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কৌশিক।

আজ রোববার বোর্ড সভার পর সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এমন তথ্য জানান।

এতদিন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়াদের একজন ছিলেন ম্যাশ। বিশ্বকাপের পর অবসর নেওয়ার গুঞ্জন উঠলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি মাশরাফী। টি-২০ থেকে আনুষ্ঠানিক অবসর নিয়েছেন। টেস্টও খেলনে না বহুদিন। মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে এখন শুধুই তাই ওয়ানডে।

তবে বিশ্বকাপের পর এই ফরম্যাটেও তার মাঠে নামা হয়নি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজে মাশরাফীই দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে হঠাৎ চোট পেলে ছিটকে পড়তে হয়।

আসন্ন ওয়ানডে সিরিজগুলোতে মাশরাফী থাকবেন কি না তা নিয়ে যখন গুঞ্জন চলছে এরমধ্যেই কেন্দ্রীয় চুক্তি থেকে তার বাদ পড়ার খবর আসলো। 

এছাড়া নিষেধাজ্ঞার কারণে এ বছরের চুক্তিতে থাকবেন না সাকিব আল হাসানও। সর্বশেষ চুক্তিতে দুজনই ছিলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads