• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
খেলা দেখা যাবে না দেশি চ্যানেলে

সংগৃহীত ছবি

ক্রিকেট

খেলা দেখা যাবে না দেশি চ্যানেলে

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২০

বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির মধ্যস্থতায় তিন ধাপের এই সফরের প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। যেখানে আজ শুক্রবার লাহোর প্রথম ম্যাচ মাঠে গড়াবে। তবে দুঃখের বিষয়, বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল এবারের সিরিজটি সরাসরি সমপ্রচার করতে পারছে না। এটা দর্শকদের জন্য খুবই হতাশার।

স্বাভাবিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে অন্য দেশের হলে খেলা বিদেশি চ্যানেলগুলোর কাছ থেকে স্বত্ব কিনে নেয় বাংলাদেশি চ্যানেলগুলো। বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি নিয়ে কোনো টেলিভিশন চ্যানেল এখনো সম্প্রচারের ঘোষণা দেয়নি।

এর আগে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সনি ও স্টারের মতো আন্তজার্তিক সম্প্রচার মাধ্যমের কাছ থেকে সরাসরি স্বত্ব কিনে খেলা সম্প্রচার করেছে। তবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আন্তজার্তিক সম্প্রচার করবে সনি সিক্স। আর জানা যায়, তাদের কাছ থেকে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads