• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্য

ফাইল ছবি

ক্রিকেট

বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্য

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০২০

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট হারের পর, ভারত সফরের দল থেকে বাদ পড়েছিলেন বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার। তবে ফিরেছেন পাকিস্তান সফরের টেস্ট স্কোয়াডে। তবে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মূল একাদশে সুযোগ পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টের স্কোয়াডেও থাকতেন সৌম্য। কিন্তু ব্যক্তিগত কারণে এ ম্যাচটি খেলা হবে না তার। কেননা নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্য সরকার। চলতি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন জাতীয় দলের এ বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার।

সৌম্য নিজে গণমাধ্যমে বিয়ের প্রকৃত দিন তারিখ প্রকাশ না করলেও জানা গেছে, ফেব্রুয়ারির ২৬-২৭ তারিখের ভেতরে বিয়ে করবেন সৌম্য সরকার। বিয়ে উপলক্ষে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য। কাজেই, তার পক্ষে আর জিম্বাবুয়ের সঙ্গে এক ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেওয়া সম্ভব না।

সৌম্যর বিয়ের কারণে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে থাকার কথা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গতকাল বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ‘রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে যে ১৪ জনের দল সাজানো হয়েছিল, সেখান থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য বাধ্য হয়েই সৌম্য সরকারকে বাইরে রাখতে হচ্ছে। কারণ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি। আর সৌম্য সরকারের বিয়েও ওই সময়। তার ছুটি ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।’

নান্নু আরো জানান, সৌম্যর বদলে একজনকে নেওয়া হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু ঘরের মাঠে খেলা, তাই যেকোনো সময়ে স্কোয়াডে নতুন খেলোয়াড় নেওয়ার অবারিত সুযোগ আছে। সে কারণে স্কোয়াড ১৩ জনেরও হতে পারে।

এদিকে সৌম্য একা নন, প্রধান নির্বাচকের কথা শুনে বোঝা গেছে, আল আমিন হোসেনও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অনিশ্চিত। পাকিস্তান থেকেই পিঠের ব্যথা বয়ে চলেছেন এ ডানহাতি পেসার। সৌম্যর মতো আল আমিনও ছিলেন রাওয়ালপিন্ডি টেস্টের মূল একাদশে।

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads