• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাশরাফির নেতৃত্বে শেষ ম্যাচ

সংগৃহীত ছবি

ক্রিকেট

মাশরাফির নেতৃত্বে শেষ ম্যাচ

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ মার্চ ২০২০

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শেষ ওয়ানডে ম্যাচে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ সফরকারী জিম্বাবুয়ে দল। প্রথম দুই ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আজ জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে বদ্ধপরিকর টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২টায়। 

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলে প্রথম ওয়ানডে অধিনায়ক হিসেবে ৫০ জয়ের মাইলফলক স্পর্শ করবেন মাশরাফি। এ বিষয়ে তিনি বললেন, ‘মাইলফলক কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। বাংলাদেশের জয়টা যে কারো মাইলফলকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

তৃতীয় ওয়ানডের জন্য দলে একটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলটির সবাই থাকছেন তৃতীয় ম্যাচের লিস্টে। তবে যোগ হয়েছে সৌম্য সরকারের নাম। সদ্য বিবাহিত সৌম্য হয়তো তৃতীয় ম্যাচের একাদশেও থাকতে পারেন।

তৃতীয় ম্যাচের স্কোয়াডে বদল নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল জানান, সৌম্যকে অন্তর্ভুক্ত করা ছাড়া কোনো কিছুই পরিবর্তন হয়নি। বরং মাসখানেক পর এপ্রিল মাসে পাকিস্তানে একটা ওয়ানডে মাথায় রেখে একাদশে অদল বদলের চিন্তা তাদের, ‘আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে পরিকল্পনা করেছি যে, যেহেতু পাকিস্তানে একটা ওয়ানডে আছে। তাই পাকিস্তানে যে ১১ জন খেলতে পারে, তাদেরকে নিয়েই তৃতীয় ম্যাচের একাদশ গঠনের চিন্তাভাবনা করছি।

প্রধান নির্বাচক জানিয়েছিলেন, সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে একাদশে তারা কিছু অদল-বদল চাইবেন। বিশেষ করে এপ্রিল মাসে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডের কথা মাথায় রেখেই খেলানো হবে ১১ জনকে। মুশফিকুর রহিম পাকিস্তান না যাওয়ায় তাই শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। খেলার সম্ভাবনা না থাকলেও তাকে রেখে দেওয়া হয়েছে স্কোয়াডে। মুশফিকের না থাকা ও দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে নাজমুল হোসেন শান্ত আঙুলে চোট পাওয়ার রেশে দলে যুক্ত হয়েছেন সৌম্য। বিশ্বকাপের পর শ্রীলঙ্কায়ও বাংলাদেশের ওয়ানডে দলে ছিলেন সৌম্য, ওই সিরিজে শেষ ম্যাচে ফিফটিও পেয়েছিলেন তিনি। এমনিতে জিম্বাবুয়ের বিপক্ষেও দলের বিবেচনায় ছিলেন তিনি। কিন্তু বিয়ের কারণে ছুটিতে থাকায় এই বাঁহাতি ব্যাটসম্যানকে দেখা যায়নি টেস্ট ও প্রথম দুই ওয়ানডেতে। ছুটি কাটানোর পর অনুশীলনে ফেরা সৌম্যকে তাই ঢাকা থেকে উড়িয়ে আনা হচ্ছে সিলেটে।

তৃতীয় ম্যাচেই মুশফিকুর রহিমের জায়গায় অভিষেক হয়ে যাওয়ার কথা আফিফ হোসেন ধ্রুবর। এই অলরাউন্ডার ইতিমধ্যে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন, কিন্তু ওয়ানডে এই প্রথম খেলবেন তিনি। আফিফের জন্য আরো একটা খবর হলো, এই ম্যাচে অনিশ্চিত নাজমুল হোসেন শান্ত। শান্ত এই ম্যাচ না খেললে আফিফের খেলাটা আরো নিশ্চিত হয়ে যায়। কিন্তু শান্ত না খেললে তার বদলি কে হবেন, সে নিয়ে নানা রকম মত আছে। মনে করা হচ্ছে, সে ক্ষেত্রে বেশি ঝুঁকি না নিয়ে মুশফিককে একাদশে রেখে দেওয়া হতে পারে। আবার আরেকটা মত হলো, শান্ত না থাকলে ৩ নম্বরে আরেক তরুণ নাঈম শেখের অভিষেক হয়ে যেতে পারে।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলার পর বাংলাদেশ সফরকারীদের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ দল পাকিস্তানে খেলতে যাবে এপ্রিল মাসে। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলার পর ৫ এপ্রিল থেকে একই ভেন্যুতে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

জিম্বাবুয়ে স্কোয়াড: চামু চিবাবা (অধিনায়ক), টিমসেন মারুমা, সিকান্দার রাজা বাট, ক্রেইগ আরভিন, তিনাশি কামুনহুকামুই, ওয়েসলে মাধেভের, ক্রিস্টোফার পফু, টিনোটেন্ডা মুতোমবদজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইন্সলে দলুভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো, চার্ল্টন শুমা ও শন উইলিয়ামস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads