• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

ভারতকে গুড়িয়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ভারতকে গুড়িয়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০৮ মার্চ ২০২০

ভারতের নারী দলের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৮৫ রানের বড় ব্যবধানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। একপেশে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্রেফ উড়ে গিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সাত আসরের মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। বাকি দুইবার শিরোপা গেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ঘরে।

ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে ১৮৪ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিকরা। জবাবে ভারতীয়রা অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।

শেষপর্যন্ত ১৯.১ ওভারে ৯৯ রানে অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন মেগান স্কট। এছাড়া জেস জোনাসেন শিকার করেছেন ৩টি উইকেট।

এর আগে নিজেদের পরিচিত মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডানহাতি এলিস হিলি ও বাঁহাতি বিথ মুনি উদ্বোধনী জুটিতেই ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন।

অস্ট্রেলিয়া দল
আলিসা হিলি (উইকেটরক্ষক), বেথ মুনি, মেগ লানিং (অধিনায়ক), রাচেল হেইনস, অ্যাশলেইগ গার্ডনের, সোফিয়ে মোলিনেউক্স, নিকোলা ক্যারি, জেস জোনাসেন, জর্জিয়া ওয়ারহাম, ডেলিসা কিমিনিস, মেগান স্কাট।
ভারতীয় দল
শাফালি বর্ম, স্মৃতি মান্ধানা, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), জেমেইমা রডরিগেজ, হরমনপ্রীত কর, ভেদা কৃষ্ণমূর্তি, দীপ্তি শর্মা, শিখা পান্ডে, রাধা যাদব, পুনম যাদব, রাজেশ্বরী গায়োকোয়াড়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads