• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কাতারের দোহাগামী বিমানের সব ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

ক্রিকেট

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ মার্চ ২০২০

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ সোমবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ দাপটের সাথেই জিতে নেয় বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতেও দাপট দেখাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। 

সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে বেশ মনোযোগী মাহমুদুল্লাহ রিয়াদের দল। রোববার ব্যাটিং বোলিং ফিল্ডিং ঝালিয়ে নেন ক্রিকেটাররা। সংক্ষিপ্ত ফরম্যাট বলে সফরকারীদের বিপক্ষে কোন ঝুঁকি নিতে চাইছে না স্বাগতিক টিম ম্যানেজম্যান্টও। সংবাদ সম্মেলনে টি- টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বললেন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল। 

এদিকে, অনুশীলন করেছে জিম্বাবুয়ে দলও। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে চায় সফরকারীরা। পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করলে সিরিজ জয় সম্ভব বলে মনে করেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক শন উইলিয়ামস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬’টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads