• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
প্রথম টি-টুয়েন্টিতে টাইগারদের জয়

ছবি: সংগৃহীত

ক্রিকেট

প্রথম টি-টুয়েন্টিতে টাইগারদের জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ মার্চ ২০২০

একমাত্র টেস্ট ও তিন ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

সোমবার (৯ই মার্চ) বিকেলে ২০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান করেন টাইগাররা।

বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন আমিনুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। এছাড়া শফিউল ইসলাম, সাইফুদ্দিন এবং আফিফ নেন ১টি করে উইকেট।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন তিনাশে কামুনহুকামওয়ে।

সোমবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে দারুণ সূচনা করেন লিটন দাস এবং তামিম ইকবাল। তামিম ৪১ এবং লিটন ৫৯ রান করে সাজঘরে ফেরেন। এরপর সৌম্য সরকার এবং মুশফিকুর রহীম এগিয়ে নিয়ে যান দলকে। আউট হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ১৭ রান।

সৌম্য সরকার ৬২ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১৪ রানে অপরাজিত ছিলেন।

এদিকে করোনা ভাইরাস আতঙ্কে এই ম্যাচ থাকছে প্রায় দর্শকশূন্য। এ ভাইরাস সংক্রমণের ভয়ে ম্যাচটিতে টিকেট ছাড়া হয়েছে মাত্র ৫ হাজার। দুপুরে হঠাৎ টিকেট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় বিসিবি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads