• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস

সংগৃহীত ছবি

ক্রিকেট

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১ মার্চ ২০২০

বাংলাদেশ সফরে হোয়াইটওয়াশ হওয়াকে একরকম নিয়মই বানিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। এবারও ব্যতিক্রম হয়নি। টেস্ট-ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ (২-০) হয়েছে দলটি। বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের কাছে স্রেফ উড়ে গেছে তারা।

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শেষ টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ষোলোআনা সাফল্য পেয়েছে বাংলাদেশ। এক সিরিজে তিন সংস্করণেই সিরিজ জয় টাইগার ক্রিকেটে এটিই প্রথম।

জিম্বাবুয়ে-১১৯/৭ (২০ ওভার), বাংলাদেশ-১২০/১ (১৫.৫ ওভার)

একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজে ৩-০তে হারলেও দ্বিতীয় ম্যাচে কিছুটা লড়াই করতে পেরেছিল তারা। পরে আর পাত্তাই পায়নি। টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে দুর্দান্ত দাপট দেখিয়ে। প্রথমটি ৪৮ রানে, দ্বিতীয়টি ৯ উইকেটে।

বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে তামিম ইকবালকে দেয়া হয়েছিল বিশ্রাম। তার জায়গায় খেলানো হয় তরুণ ওপেনার নাঈম শেখকে। লিটন দাসের সঙ্গে তার ওপেনিং ‍জুটিই বাংলাদেশকে নিয়ে যায় জয়ের কাছে। ১২০ বলে ১২০ রানের সহজ লক্ষ্যে বাংলাদেশ পৌঁছায় ১৫.৫ ওভারে, নাঈমের উইকেটটি হারিয়ে।

ওপেনিং জুটিতে আসে ৭৭ রান। টি-টুয়েন্টিতে ওপেনিং জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান বাংলাদেশের। ৩৪ বলে ৩৩ রান করে নাঈম ক্রিস্টোফার এমপফুর বলে ক্যাচ দিলে ভাঙে জুটি। সৌম্য সরকারকে নিয়ে পরে লিটন ম্যাচ শেষ করে ফেরেন।

লিটন ৪৫ বলে ৬০ রানের হার না মানা ইনিংস খেলেন। মারেন ৮টি চার। সৌম্য ১৬ বল খেলে ২০ রানে থাকেন অপরাজিত। মারেন দর্শনীয় দুটি ছক্কা। ২৫ বল হাতে রেখেই ম্যাচ জেতে বাংলাদেশ।

প্রথম ম্যাচে আগে ব্যাট করে দুইশ ছোঁয়া দল শেষটায় বেছে নেয় বোলিং। তাতে ক্ষতি হয়নি, বরং লাভই হয়েছে। পরখ করা হয়েছে আন্তর্জাতিক অভিষেক ঘটা পেসার হাসান মাহমুদকে। কোনো উইকেট না পেলেও করেছেন নিয়ন্ত্রিত বোলিং। ৪ ওভারে দিয়েছেন ২৫ রান। বাকি পাঁচ বোলারই পেয়েছেন উইকেট।

আল-আমিন হোসেন ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, আফিফ হোসেন ও মেহেদী হাসান।

স্বাগতিকদের বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণের সামনে বোতলবন্দী হয়ে পড়েন জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা। কিছুটা ব্যতিক্রম ছিলেন ব্রেন্ডন টেলর। অভিজ্ঞ ব্যাটসম্যান ৪৮ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস না খেললে সফরকারীদের একশ রান তোলাই হয়ে যেত কঠিন পথ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads