• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

তামিমের চোখ অনেক দূর

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করার সময় কোনো সময়সীমা বলেননি বিসিবি প্রধান নাজমুল হাসান। নিজের ছাপ রাখতে লম্বা সময়ের জন্য দায়িত্ব চান বাঁহাতি ওপেনার। তার মতে, দীর্ঘ সময় নেতৃত্বে থাকলে ব্যবধান গড়ে দেওয়া সম্ভব হয়।

গতকাল তামিম বলেন, ‘ক্যাপ্টেন্সির ব্যাপারটা একটা সম্মিলিত প্রক্রিয়া। অধিনায়কত্ব নেওয়ার পেছনে আমার একটা কারণ ছিল। আমি চাচ্ছিলাম লম্বা সময়ের জন্য। লম্বা সময় পেলে দলে আপনি একটা ব্যবধান গড়তে পারেন। আর দল হিসেবে যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, ২০১৫ সালে যখন আমরা

পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জিতি তখন মাশরাফি ভাইয়ের অধীনে আমাদের যে গ্রুপটা ছিল সেটার মধ্যে এই বিশ্বাস জন্মাল যে ‘না, ঠিক আছে। আমরা হারাতে জানি’।’

আগামী বিশ্বকাপে খেলবেন না মাশরাফি। সামনে খুব বেশি ওয়ানডে নেইও। সব মিলিয়ে অনেক বড় চ্যালেঞ্জ নতুন অধিনায়কের সামনে। তামিম আত্মবিশ্বাসী, বড় দলের বিপক্ষে একটা জয় পাল্টে দেবে বাংলাদেশকে, ‘আর এখন আমাদের যে গ্রুপটা আছে, এখানে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় নেই। চার-পাঁচ জনের ফর্মের ওঠা-নামা আছে। নতুন চার-পাঁচ জন খেলোয়াড় এসেছে দলে।’ ‘আমার মনে হয়, ওয়ানডে দল হিসেবে আমাদের একটা বড় ম্যাচ জেতা খুব জরুরি। তা এই বিশ্বাস ফিরিয়ে আনতে যে আমরা আবার জিনিসগুলো ভালো করতে পারি। এটাই আমাদের টার্গেট থাকবে। যত দ্রুত আমরা একটা বড় ম্যাচ জিততে পারি, যা দলের জন্য ভালো হবে।’

খারাপ সময় থেকে কীভাবে বের হয়ে আসতে হয়, ভালো করেই জানা আছে তামিমের। বাইরের চাপটা যদি ঠিকঠাক সামলাতে পারেন, হয়ে উঠতে পারেন ভালো অধিনায়ক। বাইরের চাপ সামলানো নিয়ে কী ভাবছেন ওয়ানডেতে দেশের সফলতম ব্যাটসম্যান, ‘সত্যি বলতে আমি খুব অভিজ্ঞ ক্যাপ্টেন না... একটু সময় দিতে হবে আমাকে যে কোনো কিছুর জন্য। খুব স্বাভাবিক একটা কথা যে, ক্যাপ্টেন্সি কেউ নিলে তার ব্যাটিং পারফরম্যান্স খারাপ হয়ে যায়, এটা-ওটা হয়ে যায়। আমি নিজেও জানি না আজ থেকে ছয় মাস বা এক বছর পর কীভাবে আমি পারফরম্যান্স করব। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। আপনাদেরও একটু ধৈর্য রাখতে হবে। আমাদের দর্শক যারা আছেন তাদেরও একটু ধৈর্য ধরতে হবে।’ সবার আগে তামিমের কাছে প্রাধান্য পাচ্ছে দলের স্বার্থ। আগের অধিনায়ক অনেক উঁচু তারে বেঁধে গেছেন মানদণ্ড। নিজের দল নিয়ে তামিম স্পর্শ করতে চান মাশরাফিকে, ‘আমার এটাই কাজ থাকবে যে টিমের বেস্ট ইন্টারেস্টের জন্য যা যা দরকার, আমি তাই করার চেষ্টা করব। আমি সফল হবো কি হব না, এটা জানি না। কিন্তু আমি

চেষ্টা করব সবকিছু সঠিক করার। যে কোনো কিছু এক সিরিজ, পাঁচ-ছয় ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। বিশেষ করে, ক্যাপ্টেন্সি একেবারে ভিন্ন একটা ব্যাপার। আর আমি এমন একজন ব্যক্তির কাছ থেকে নিচ্ছি যে তিনি এতো বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আমরা অনেক কিছু অর্জন করেছি। সোজাসুজি ওনার পর্যায়ে চলে যেতে পারলে ভালো। আর যদি যেতে না পারি আমাকে আপনাদের কিছু সময় দিতে হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads