• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দেশে সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিসিবি

ছবি : সংগৃহীত

ক্রিকেট

দেশে সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিসিবি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২০

করোনার প্রাদুর্ভাব এড়াতে দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিসিবি।

আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ঢাকা লিগের খেলা মাঠে ফেরার কোনো সম্ভাবনা দেখছি না।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের খেলাও বন্ধ হয়ে গেছে এই ঘোষণার মধ্য দিয়ে। কবে নাগাদ ডিপিএল মাঠে গড়াতে পারে এ নিয়ে পাপন বলেন,  পরিস্থিতি বদলালে খেলা শুরু নতুন সূচি ঘোষণা হবে।

‘বিশেষ করে প্রিমিয়ার লিগ প্রথম রাউন্ডের পরই আমরা বন্ধ করে দিয়েছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কটা দিন অপেক্ষা করি, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেই। তো, (দ্বিতীয় রাউন্ড স্থগিত করা) ঐটা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল। এখন আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। তবে খেলার পরিবেশ আসলে আমরা নতুন তারিখ বলে দিব।’

তিনি আরো বলেন, দেশের সব ধরনের ক্রিকেট আপাতত স্থগিত। পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত, পরিস্থিতি উন্নতির আগে আমরা কিছু বলতে পারছি না। পরিস্থিতি বদলালে আমরা খেলা শুরুর নতুন সূচি ঘোষণা করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads