• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
করোনা রোধে মদ ছেড়ে স্যানিটাইজার বানাচ্ছেন শেন ওয়ার্ন

ছবি : সংগৃহীত

ক্রিকেট

করোনা রোধে মদ ছেড়ে স্যানিটাইজার বানাচ্ছেন শেন ওয়ার্ন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ মার্চ ২০২০

বিশ্বব্যপী করোনা সঙ্কটে মানবতার সেবায় তৎপর দেখা যায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক শেন ওয়ার্নকে। এবার মদ ছেড়ে করোনা রোধে তাঁর অ্যালকোহল কোম্পানিতে তৈরি হচ্ছে স্যানিটাইজার।

এর আগে অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিলামের মাধ্যমে ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলারে নিজের টেস্ট ক্যাপ বিক্রি করে দিয়েছিলেন তিনি। এছাড়া প্রায় নিয়মিতই নানান মানবিক কাজ করে থাকেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন।

শেন ওয়ার্নের মদ প্রস্তুতকারী কম্পানির নাম 'সেভেন জিরো এইট জিন।' গত ১৭ মার্চ থেকে তাঁর এই কম্পানি অ্যালকোহল বানানো বন্ধ রেখেছে। তার বদলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালের জন্য ৭০ শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ 'মেডিকেল-গ্রেড' হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে। সাদা পোশাকে অস্ট্রেলীয় কিংবদন্তি শেন ওয়ার্নারের উইকেট ৭০৮টি! সেখান থেকেই নেওয়া হয়েছে এই নাম।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন বলেন, 'অস্ট্রেলিয়ানদের জন্য সময়টা খুবই কঠিন। আর এই সময়ে রোগটার সঙ্গে লড়তে আর মানুষের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে যে যেভাবে পারি সাহায্য করা উচিত। আমার খুব খুশি লাগছে যে এই বদলটা (অ্যালকোহল থেকে স্যানিটাইজার তৈরি) সেভেন জিরো এইট করতে পেরেছে, অন্যদেরও অনুরোধ করছি সম্ভব হলে এমন কিছু করার।'

সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৮ সহস্রাধিক মানুষ মারা গেছে। প্রতিনিয়তই শতশত মানুষ এই ভয়ানক ভাইরাসের শিকার হয়ে প্রাণ হারাচ্ছে। গৃহবন্দী হয়ে আছে গোটা বিশ্ব।

এখন পর্যন্ত ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস ঠেকাতে অনেকের মতোই নিজের অবস্থান থেকে লড়াইয়ে নামলেন ঘূর্ণি জাদুকর ওয়ার্ন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads