• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
করোনা প্রতিরোধে সৌম্য সরকার

ছবি : সংগৃহীত

ক্রিকেট

করোনা প্রতিরোধে সৌম্য সরকার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। একের পর এক এলাকা লকডাউনের খবর আসছে। কিন্তু তার পরেও সচেতন হচ্ছে না দেশের মানুষ।

সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করে করোনা সঙ্কটের মধ্যেও দেশে রীতিমতো ধর্মীয় সভা হচ্ছে, নির্বাচন হচ্ছে, প্রার্থনা হচ্ছে, চলছে সি বিচ ভ্রমণ, ইতালি ফেরতরা হাটে-বাজারে ঘুরে বেড়াচ্ছেন। কেউ বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, কেউ পার্টি করছেন, কেউ বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছেন।

জনগনকে সচেতন করতে এগিয়ে এসেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। বিধ্বংসী ওপেনার সৌম্য সরকার এবার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, 'করোনাভাইরাস সংক্রমণকে পৃথিবীর ইতিহাসের সব থেকে ভয়াবহ মহামারীগুলোর একটি হিসেবে ভাবা হচ্ছে। প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।'

তিনি বলেন, 'এই ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে এখনই আমাদের সকলকে সর্বোচ্চ সচেতন ও সাবধান হয়ে যেতে হবে। আসুন, আমরা প্রয়োজন ব্যতীত বাইরে চলাফেরা এবং সকল প্রকার ভিড় ও জনসমাগম এড়িয়ে চলি। নিয়মিত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড বা তারও বেশি সময় ধরে হাত ধুই।'

পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, 'হ্যালো আমি সৌম্য সরকার। আপনারা জানেন করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। তাই আমাদের তার জন্য কিছু করণীয় আছে, কিছু নিয়ম আছে। সেগুলো নিজে মেনে চলার পাশাপাশি অন্যকে মেনে চলতে সাহায্য করব।

সৌম্য বলেন, আসল কথা হচ্ছে, নিজে নিরাপদ থাকলে আমরা দেশকে নিরাপদ রাখতে পারব। তাই সকলে নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন।'

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads