• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দেশকে বাঁচাতে মাশরাফির আহ্বান

ছবি : সংগৃহীত

ক্রিকেট

দেশকে বাঁচাতে মাশরাফির আহ্বান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের প্রায় সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন নিয়মিত। সবাইকে অনুরোধ ও উদ্বুদ্ধ করছেন সব নিয়ম ও নির্দেশনা মেনে চলতে।

এবার চলমান করোনা প্রতিরোধ করে দেশকে বাঁচাতে সবাইকে আহ্বান জানালেন বাংলাদেশ দলের সফল অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি ফেসবুকে লিখেছেন, এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।

সাম্প্রতিক সময়ে মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।

বাংলাদেশেও এই করোনাভাইরাসের প্রভাব পড়েছে। ইতিমধ্যে ২৭ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে, দুজনের মৃত্যু হয়েছে।

প্রাণঘাতী ছোঁয়াচে এই করোনা ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। করোনা আতঙ্কে সেমিফাইনাল ও ফাইনালের আগেই বন্ধ হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আইপিএলসহ বিভিন্ন দেশের অনেক টুর্নামেন্ট স্থগিত হয়েছে। করোনা আতঙ্কে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads