• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কোয়ারেন্টাইনে কুমার সাঙ্গাকারা

সংগৃহীত ছবি

ক্রিকেট

কোয়ারেন্টাইনে কুমার সাঙ্গাকারা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০

কয়েকদিন আগে লন্ডন থেকে নিজ দেশ শ্রীলংকায় ফিরেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। আর দেশে ফিরেই সরকারের নির্দেশনা মেনে স্বেচ্ছায় নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন সাঙ্গাকারা কোয়ারেন্টাইনে রেখেছেন। 

বর্তমানে বেশিরভাগ সময় তার কাটে ইংল্যান্ডে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দেশে ফেরার আগ পর্যন্ত লন্ডনে তিনি প্রশাসনের কাজে ব্যস্ত পার করছিলেন । 

কুমার সাঙ্গাকারা গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমার মাথাব্যথা করার কিছু ছিল না। দেহে উপসর্গ ছিল না। তবু আমি গাইডলাইন মেনে চলার চেষ্টা করছি।

লন্ডন থেকে এক সপ্তাহ আগে দেশে ফিরেছি। সরকার থেকে বলা হয়েছিল, ১-১৫ মার্চের মধ্যে যারা ইউরোপ থেকে দেশে ঢুকবে, তাদের এ নিয়ম মেনে চলতে হবে।

তাই গাইডলাইন মানছি। আমি কেন এর বাইরে থাকব। দেশে ফিরে প্রথমে পুলিশের কাছে নাম রেজিস্ট্রি করেছি। তারপর কোয়েরান্টাইনে গিয়েছি।’

শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত ৭৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশটিতে।

করোনাভাইরাস সচেতনতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় কুমার সাঙ্গাকারা। নিয়ম-নিদের্শনা মেনে চলার অনুরোধ করে যাচ্ছেন নিয়মিতই। এবার উদাহরণ তৈরি করলেন নিজেকে দিয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads