• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ধোনির ধমকে ক্ষমা চাইলেন কুলদীপ!

টিমবাসে ধোনির কাছে ক্ষমা চেয়েছিলেন কুলদীপ যাদব

সংগৃহীত ছবি

ক্রিকেট

ধোনির ধমকে ক্ষমা চাইলেন কুলদীপ!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২০

কুলদীপ যাদব সেদিন খুব ভয় পেয়েছিলেন। আর ভয়ের কারণও ছিল। কারণ তিনি ছিলেন এমএস ধোনি। যুনু গত ২০ বছরে প্রথমবার রেগে গিয়েছিলেন মাঠের মধ্যেই। এবং তাঁর শিকার হয়েছিলেন বাঁ-হাতি চায়নাম্যান, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে ওয়ানডে চলাকালীন বোলিংয়ের সময় তার নির্দেশ না মানায় রীতিমতো ধোনির ক্ষোভের মুখে পড়েছিলেন।

ইনস্টাগ্রাম চ্যাটে স্পোর্টস অ্যাঙ্কর যতীন সাপ্রুকে কুলদীপ যাদব বলেন, ‘কুশল পেরেরা কভারের উপর দিয়ে একটি বাউন্ডারি মেরেছিলেন। ধোনি ভাই চিৎকার করে বলেছিলেন উইকেটের পিছনে আমাকে ফিল্ডিং পরিবর্তন করতে। আমি তার পরামর্শ শুনিনি এবং পরের বলে কুশল রিভার্স সুইপ দিয়ে আর একটি বাউন্ডারি মারেন। ’

এবং এরপরে যা ঘটেছিল তা এমন কিছু ছিল যা কুলদীপ ভুল করেও ভাবেননি। তিনি বলেন, "রাগান্বিত ধোনি আমার কাছে এসে বললেন, 'ম্যায় পাগল হু? ৩০০ একদিনের ম্যাচ খেলেছি, আর এখানে বোঝাচ্ছি।''

উত্তর প্রদেশের স্পিনার এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি ক্ষমা চাইতে টিম বাসে ধোনির কাছে গিয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন যে অতীতে তিনি কখনও এভাবে ধৈর্য্য হারিয়েছিলেন কিনা।

কুলদীপ বলেন, "আমি সেদিন তাকে খুব ভয় পেয়েছিলাম। ম্যাচের পরে আমি তার কাছে টিম বাসে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে সে কখনও রেগেছে কিনা। তিনি জবাবে জানিয়েছিলেন ২০ বছরে সে কখনও রাগেনি।''

গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের সেমিফাইনালের হারের ‌পর থেকে আর ধোনিরকে ভারতের হয়ে খেলতে দেখা যায়নি।

প্রাক্তন অধিনায়ক আশা করেছিলেন যে আইপিএলে ফিরে আসবেন তবে করোনা মহামারীর কারণে তা স্থগিত রয়েছে।

সূত্র : এনডিটিভি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads