• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কম আয়ের ৭৬টি ক্লাবের জন্য উপহার পাঠালো বিসিবি

সংগৃহীত ছবি

ক্রিকেট

কম আয়ের ৭৬টি ক্লাবের জন্য উপহার পাঠালো বিসিবি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ মে ২০২০

কম আয়ের ৭৬টি ক্লাবের জন্য এবার উপহার পাঠালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রত্যেক ক্লাবের প্রতিনিধিদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এগুলো বিতরণ করা হবে ক্লাবগুলোর কর্মচারীদের মাঝে।

সিসিডিএম সদস্য সচিব আলি হোসেন জানিয়েছেন, ক্লাবগুলোর নিম্ন আয়ের কর্মচারীদের জন্য চাল, ডাল, তেল, লবণ ও সাবান উপহার দেওয়া হয়েছে। প্রতিটি ক্লাবকে দেওয়া হয়েছে ৩০টি করে প্যাকেট।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই বিসিবি বিভিন্নভাবে ক্রিকেট সংশ্লিষ্ট অনেককে সাহায্য করে আসছে।

প্রথম শ্রেণির ক্রিকেটার, নারী ক্রিকেটার, বিসিবির কর্মচারী ও হুইলচেয়ার ক্রিকেটারদের আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এছাড়া ২০ হাজার পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads