• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
করোনাভাইরাসে আক্রান্ত শহীদ আফ্রিদি

ফাইল ছবি

ক্রিকেট

করোনাভাইরাসে আক্রান্ত শহীদ আফ্রিদি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুন ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়েছে সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

শনিবার দুপুরে টুইটারে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ৪০ বছর বয়সী সাবেক পাকিস্তান অধিনায়ক।

“ বৃহস্পতিবার থেকে অসুস্থ্য বোধ করছিলাম। শরীরে ব্যথা ছিল। এরপর পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যজনকভাবে আমি পজিটিভ। দ্রুত আরোগ্যের জন্য সবার প্রার্থনা কামনা করছি।”

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তান জুড়ে প্রচুর সহায়তা কার্যক্রম চালিয়ে আসছিলেন আফ্রিদি। 

পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছে প্রাণ হারিয়েছেন।

৪০ বছর বয়সি আফ্রিদি পাকিস্তানের হয়ে খেলেছেন ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি। লেগস্পিনার হিসেবে নিয়েছেন যথাক্রমে ৪৮, ৩৯৫ ও ৯৮ উইকেট। টেস্ট ও এক দিনের ক্রিকেট মিলিয়ে মোট ১০ বার পাঁচ উইকেট নিয়েছেন। আর ব্যাটে করেছেন যথাক্রমে ১৭১৬, ৮০৬৪ ও ১৪১৬ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ সেঞ্চুরি রয়েছে তাঁর। ১৯৯৬ সালে অভিষেক হয়েছিল তাঁর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads