• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ক্রিকেট

আইসিসি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ জুলাই ২০২০

মেয়াদ শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর। পরবর্তী চেয়ারম্যান নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা।
 
বুধবার আইসিসির বোর্ড মিটিং এই সিদ্ধান্ত হয়।
 
২০১৫ সালের নভেম্বরে মনোহর আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন।

আইসিসি এক বার্তায় জানিয়েছে, ‘‘দু'বছর দায়িত্ব থাকার পর আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। আইসিসি বোর্ড এদিন আলোচনা করে ঠিক করেছে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজাকে আপাতত সেই দায়িত্ব সামলাতে দেওয়া হবে যতদিন না নির্বাচন হয়ে নতুন চেয়ারম্যান আসছেন।''

পরবর্তী সভাপতির নির্বাচনের প্রক্রিয়াটি আগামী সপ্তাহের মধ্যেই আইসিসি বোর্ড কর্তৃক অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

সাবেক ইসিবি চেয়ারম্যান কলিন গ্রাভস এবং ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায় প্রধান প্রার্থী, যদিও ভারতের সাবেক অধিনায়কের প্রশাসনিক সংস্কারের আদেশে শীতলকরণের শুল্ক শিথিল করে বিসিসিআইয়ের রাষ্ট্রপতি হিসাবে চালিয়ে যাওয়ার অনুমতি দেবে কিনা তার উপর নির্ভর করে।

প্রাক্তন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান ডেভ ক্যামেরন, নিউজিল্যান্ডের গ্রেগর বার্কলে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিস নেঞ্জানিও বিভিন্ন সময় আগ্রহ দেখিয়েছেন।

বর্তমান সংবিধান অনুসারে, সৌরভের রাজ্য এবং বিসিসিআই-এর অফিসার হিসাবে ছ'বছর ৩১ জুলাই শেষ হবে এবং তিনি আইসিসির সভাপতির দায়িত্ব গ্রহণে যোগ্য

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads