• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ মাশরাফি

ফাইল ছবি

ক্রিকেট

দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ মাশরাফি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ জুলাই ২০২০

করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ মাশরাফি এখনো করোনা মুক্ত নন।

গত ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করার পর পরের দিন বিকালে করোনা পরীক্ষার ফলে পজিটিভ আসে মাশরাফির। এরপর থেকে ডানহাতি ঢাকার নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য।

মাশরাফির পারিবারিক সূত্র জানায়, গত ৩০ জুন দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি এবং সে পরীক্ষার ফলে আবারও পজিটিভ এসেছে।

নড়াইল এক্সপেস খ্যাত পেস বোলার মাশরাফি সুস্থ রয়েছেন জানিয়ে ওই সূত্র বলছে, কয়েকদিন পরে মাশরাফি আবারও টেস্ট করাবেন।

মাশরাফির পর তার ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা (সেজার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনিও সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ক্রিকটারদের মধ্যে শুধুমাত্র মাশরাফির পরিবারই নয়, নাজমুল ইসলাম অপু ও নাফিস ইকবালের পরিবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের সকলেই এখনো পর্যন্ত সুস্থ আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads