• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ক্রিকেট

মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০২০

আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হয়ে যাওয়ার পরের দিন মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট (এনজিসি) থেকে এমন ঘোষণা পাওয়া গেল।

করোনাভাইরাসের কারণে চলতি বছরের মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে টাইগাররা। ফলে প্রায় এক বছর পর আগামী মার্চে নিউজিল্যান্ড সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট পা ফেলবে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ২৪ মার্চ নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় দল।

সফরসূচি: আগামী ১৩ মার্চ বাংলাদেশের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডে ম্যাচটি ডুনেডিনে হলেও ১৭ ও ২০ মার্চের দুটি ম্যাচ হবে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে।

এছাড়া ২৩ মার্চ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি নেপিয়ারে অনুষ্ঠিত হবে। পরে ২৬ মার্চ অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ২৮ মার্চ হ্যামিল্টনে শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads