• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দুরন্ত বরিশালের সামনে এবার চট্টগ্রাম

সংগৃহীত ছবি

ক্রিকেট

দুরন্ত বরিশালের সামনে এবার চট্টগ্রাম

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০২০

খাদের কিনারায় থেকে কীভাবে লড়াই করা যায় পরশু তা দেখিয়েছে ফরচুন বরিশাল। ২২০ রানের মতো চ্যালেঞ্জিং স্কোরও দলটি তাড়া করে জিতেছে ১১ বল হাতে রেখে। মাত্র দুই উইকেটে হারিয়ে। বরিশালের ব্যাটিং তাণ্ডব দেখে তাজ্জব বনে গিয়েছিলেন রাজশাহীর বোলাররা। সব মিলিয়ে এই ম্যাচে দারুণ কিছু রেকর্ড দেখতে পেয়েছিল ভক্ত-সমর্থকরা। পয়েন্ট তালিকায় তলানিতে থেকে বিস্ময়কর জয়ে টুর্নামেন্টের রেসে এখনো রয়েছে বরিশাল। আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামবে তামিমের বরিশাল। দলটির প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রাম। অপর ম্যাচে মোকাবিলা করবে বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনা।

কয়েক দিন ধরেই ঘন কুয়াশায় জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। সে জন্য আজকের ম্যাচের সূচিতেও পরিবর্তন এসেছে। দিনের প্রথম ম্যাচে ঢাকা-খুলনা লড়বে, এই ম্যাচটি শুরু হবে দেড়টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টায়। অন্যদিকে বরিশাল-চট্টগ্রামের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। এক ঘণ্টা এগিয়ে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।

৬ ম্যাচে ৫ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। শেষ চারে থাকা তাদের নিশ্চিত। পরের দুটি ম্যাচ হারলেও ক্ষতি নেই তাদের। কিন্তু ফর্মে থাকা দলটি হারতে নারাজ। টানা চার ম্যাচ জয়ের পর পঞ্চম ম্যাচে এসে ঢাকার কাছে হেরে যায় দলটি। কিন্তু ষষ্ঠ ম্যাচে আবার ঠিকই মাশরাফি, সাকিব, মাহমুদউল্লাহদের খুলনাকে হারিয়ে নিজেদের জানান দেয় লিটন-সৌম্যরা। ফলে আজ বরিশালের সাথেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে মোহাম্মদ মিঠুন শিবির।

রেকর্ড গড়ে ম্যাচ জেতা ফরচুন বরিশালও বেশ তেতে আছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। রাজশাহীর সঙ্গে শেষ ম্যাচের জয়ই অনুপ্রেরণা জোগাচ্ছে তামিমদের। ২২০ রান তাড়া করে জেতা চাট্টিখানি কথা নয়। সেই কাজটি তারা করে দেখিয়েছিল। তামিম ফিফটি করে বিদায় নিলেও জয়ের বন্দরে বরিশালকে পৌঁছে দেন মূলত পারভেজ ইমন। ৪২ বলে থাকেন অপরাজিত ১০০ রানে। জয়ের মুহূর্তটাও ছিল বেশ রোমাঞ্চের। ১২ বলে বরিশালের দরকার ছিল চার রান। সেঞ্চুরি পেতে স্ট্রাইকে থাকা ইমনেরও দরকার ছিল চার রান। রাজশাহীর বোলার আনিসুল ইমনকে চার হাঁকিয়ে উল্লাসে মাতেন ইমন, সঙ্গে মিরপুর কাঁপিয়ে সেই উল্লাসে যোগ দেয় বরিশাল শিবিরও। সেই জয়ের রেশ ধরে আজও চট্টগ্রামের বিরুদ্ধে জয় পেতে মুখিয়ে আছে তামিম ইকবাল ব্রিগেড।

আজকের ম্যাচে বরিশাল পাচ্ছে না পেসার আবু জায়েদ রাহিকে। মঙ্গলবারের ম্যাচে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। বাঁ পায়ের পেশিতে টান পান তিনি। আজকের ম্যাচ শুধু নয়, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেই আর রাহিকে পাবে না বরিশাল। বুধবার পরীক্ষার পর বরিশালের ফিজিও জয় বিশ্বাস জানান, ‘গতকাল রাহি চোট পেয়েছেন। পরীক্ষার পর মনে হচ্ছে তার পেশিতে ফার্স্ট ডিগ্রি টিয়ার হয়েছে। ক্রিকেটে ফিরতে তার অন্তত ১৫ দিন লাগবে। 

অন্যদিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনা। সাত ম্যাচে ৪ জয় ও তিন হারে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা। সেখানে ৬ ম্যাচে তিন জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেক্সিমকো ঢাকা। শেষ চারে খুলনার অবস্থান অনেকটাই নিশ্চিত। তবে ঢাকার এখনো নিশ্চিত না। ন্যূনতম একটি জয় তাদের চাই। খুলনার পরে ঢাকার প্রতিপক্ষ বরিশাল। শেষ ম্যাচের দিকে তাকাচ্ছে না মুশফিক শিবির। তাদের লক্ষ্য খুলনাকে হারিয়ে এগিয়ে থাকা।

কিন্তু খুলনাও হারতে নারাজ। শেষ ম্যাচে তারকা সমৃদ্ধ দল নিয়েও দলটি হেরেছে চট্টগ্রামের সঙ্গে। এই ম্যাচে খুলনার হয়ে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। যদিও সাবেক অধিনায়ক ব্যাট হাতে এক রান করেই রান আউট হয়েছেন। তবে বল হাতে খুব একটা খারাপ করেননি। ৪ ওভারে ২৮ রানে তিনি তুলে নেন এক উইকেট। কিন্তু দিন শেষে মাশরাফির দল তিন উইকেটে হেরে যায় চট্টগ্রামের সঙ্গে। আজ ঢাকার বিরুদ্ধে জয় পেতে তাই মুখিয়ে আছেন মাশরাফিসহ সাকিব-মাহমুদউল্লাহরা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads