• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ সদস্যের প্রাথমিক ওয়ানডে দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোত্তর্জাকে। ওয়ানডের মতো ২০ সদস্যের টেস্ট দলেও ফিরেছেন সাকিব আল হাসান। 

আজ সোমবার দুপুরে মিরপুরে বিসিবির কার্যালয়ে দল ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।  

দলে নতুন মুখ রয়েছেন সাতজন। তারা হলেন ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। ৭ জানুয়ারি হোটেল উঠবে ডাক পাওয়া ক্রিকেটাররা। কোভিড টেস্টের পর ১০ জানুয়ারি শুরু হবে টাইগারদের ক্যাম্প। 

আগামী ২০ জানুয়ারি বসবে ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ ঢাকায় হয়ে চট্টগ্রামে হবে শেষ ওয়ানডে। বন্দর নগরীকে দুই ম্যাচ সিরিচের প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি । ১১ ফেব্রুয়ারি ঢাকায় হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 

প্রাথমিক দলকে দুই গ্রুপে ভাগ করে ১৪ ও ১৬ জানুয়ারি মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স চূড়ান্ত দল বাছাইয়ে ভূমিকা রাখবে। 

১৬ জানুয়ারি ম্যাচের পর ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস,  সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক টেস্ট স্কোয়াড

মমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, সাইফ হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, এবং এবাদত হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads