• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

বৃষ্টির বাধায় বন্ধ বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আজ বুধবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টিম বাংলাদেশে। 

সকাল থেকে মিরপুরের আকাশে জমতে থাকে কালো মেঘ। খেলা দিবারাত্রির হলেও ম্যাচের শুরু থেকেই জ্বলে ফ্লাড লাইটের আলো। শেষ পর্যন্ত বৃষ্টি হানা দেয় ম্যাচের ৩ ওভার ৩ বলের মাথায়। এর আগে উইন্ডিজরা ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫ রান। উইকেটে অপরাজিত আছেন জশুয়া দা সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি। জশুয়া, ম্যাকার্থি উভয়েই অপরাজিত আছেন সমান ৪ রানে।

দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। এলবিডব্লিউ করে বিদায় করেছেন সুনিল আমব্রিসকে। আগের ওভারের শেষ বলে রুবেল হোসেনকে চমৎকার এক ছক্কা হাঁকান আমব্রিস। বাঁহাতি পেসার মুস্তাফিজের মিডল স্টাম্পে পড়া বল খেলতে চেয়েছিলেন লেগে। কিন্তু একটু ভেতরে ঢোকা বলের লাইন মিস করেন এই ওপেনার। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার, রিভিউয়েও পাল্টায়নি সিদ্ধান্ত।

এ ম্যাচে অভিষেক হয়েছে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাওয়া তরুণ পেসার হাসান মাহমুদের। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুই জন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা সৌম্য সরকারও ফিরেছেন একাদশে। কোচের দেওয়া আভাস অনুযায়ী ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। সাকিবের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ দল 

জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস,  জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, কাইল মায়ের্স, জাহমার হ্যামিল্টন, রেমন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।

বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads