• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফেরার ম্যাচে সহজ জয় পেল টাইগাররা

সংগৃহীত ছবি

ক্রিকেট

ফেরার ম্যাচে সহজ জয় পেল টাইগাররা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০২১

দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। আর সাকিব আল হাসান ক্রিকেটে ফিরেছেন ১৭ মাস পর। আর এ ম্যাচেই ম্যাচে দুর্দান্ত জয় পেল স্বাগতিক বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৬ উইকেটের জয়ের মধ্য দিয়ে ১-০তে এগিয়ে গেল তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। 

বুধবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অতিথিদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। 

ক্যারিবিয়দের দেয়া ১২৩ রানের মামুলি লক্ষ্যমাত্রা ছয় উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলেছে টাইগাররা। খরচ করেছে ৩৩.৫ ওভার।

টাইগারদের হয়ে অধিনায়ক তামিম ইকবাল সর্বোচ্চ ৪৪ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চারের মার। সেই সাথে লিটন দাস ১৪, সাকিব আল হাসান ১৯, মুশফিকুর রহিম ১৯ (অপরাজিত), মাহমুদুল্লাহ রিয়াদ ৯ (অপরাজিত) ও নাজমুল হোসেন শান্ত ১ রান করেন। অতিরিক্ত রান আসে ১৯টি।

সফরকারীদের পক্ষে আকিল হোসেন তিনটি এবং জেসন মোহাম্মদ একটি উইকেট পান।

এর আগে, মিরপুরে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা বাংলাদেশের বোলারদের ঠিকভাবে মোকাবিলায় করতে পারেনি সফরকারীরা।

আইসিসির নিষেধাজ্ঞা শেষে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষেক হওয়া হাসান মাহমুদের বোলিং তোপে ৩২.২ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

এক কথায় রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে সাকিবের। অন্যদিকে অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন তরুণ তুর্কী হাসান মাহমুদ।

সাকিব ৭.২ ওভারে ৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। হাসান মাহমুদ ৬ ওভারে ২৮ রান দিয়ে ৩টি ও মুস্তাফিজ ৬ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট পান।

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথমেই আঘাত হানেন মুস্তাফিজ। ৩.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ১ উইকেটের বিনিময়ে ১৫ রান, তখনই মিরপুরের মাঠে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠ ছাড়তে বাধ্য হন। বৃষ্টির জন্য প্রায় এক ঘণ্টায় খেলা বন্ধ থাকে।

বৃষ্টির পর মুস্তাফিজ, সাকিব ও হাসানের বোলিংতোপে ধুঁকতে থাকা সফরকারীরা কোনোমতে শতক পার করে।  হ্যাটট্রিকের সম্ভবনাও জাগান হাসান। টাইগারদের হয়ে অন্য উইকেটটি পান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে কাইল মায়ার্সের ব্যাট থেকে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুর শেরেবাংলায়, আগামী শুক্রবার। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে আগামী সোমবার, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের শেষ টেস্ট ম্যাচ হবে মিরপুরে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads