• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ১৭০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২১

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য দাড়িয়েছে ১৭০ রান। দুই দফা বৃষ্টির কারণে বন্ধ থাকার পর ৪ ওভার তথা ২৪ বল কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ এই রান তাড়া করতে হলে মাহমুদুল্লাহ রিয়াদের দল পাচ্ছে ৯৬ বল তথা ১৬ ওভার।

শুরুতে ১৬ ওভারে বাংলাদেশ দলের জয়ের জন্য ‍বৃষ্টি আইনে দরকার ১৪৮ রান টার্গেটের কথা জানানো হয়। তবে টাইগারদের ইনিংসের ৯ বল পর আবার সিদ্ধান্ত বদল করে ম্যাচ অফিশিয়ালরা। বাংলাদেশের সামনে নতুন টার্গেট দেওয়া হয় ১৬ ওভারে ১৭০ রান।

আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি ম্যাচে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগাররা।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে চতুর্থ ওভারের শেষ বলে তাসকিন আহমেদের কাছে ধরা দিয়ে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। ১০ বলে ১৭ রান করে ফিরে যান তিনি।

দলীয় ৫৫ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন আরেক ওপেনার মার্টিন গাপটিল। ১৮ বলে ২১ রান করে গাপটিল।

অন্যদিকে ৯ বলে ১৫ রান করা ডেভন কনওয়েকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম।

১৭ বলে ১৪ রান করা উইল ইয়ং ফেরেন মেহেদী হাসানের বলে স্ট্যাম্পিং হয়ে। ১৩তম ওভারের দ্বিতীয় বলে চার উইকেটে কিউইদের রান ছিল ১০২। এমন সময় বৃষ্টির হানায় ২৫ মিনিট খেলা বন্ধ ছিল।

অন্যদিকে খেলা শুরু হলে ৮ বলে ৭ রান করে মেহেদীর হাতেই ধরা পড়েন মার্ক চ্যাপম্যান।

১৭ ওভার ৫ বলে আবারো বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ৩১ বলে ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। তার সঙ্গে ১৬ বলে ৩৪ রান করে ক্রিজে ছিলেন ড্রাইল মিচেল।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট তুলেন মেহেদী হাসান। একটি করে উইকেট তুলেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

 

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

 

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্রাইল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোদি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads