• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আমি অনেক মানুষকে চমকে দেব

সংগৃহীত ছবি

ক্রিকেট

আমি অনেক মানুষকে চমকে দেব

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাম্প্রতিক মন্তব্যে টালমাটাল দেশের ক্রীড়াঙ্গন। সাকিবের সেই আগুনে ঘি ঢেলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার সাকিব-মাশরাফির মতো ক্রিকেটপ্রেমীদের চমক দেখানোর ঘোষণা দিয়ে রাখলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ছুটি নিয়ে দেশে ফেরেন অধিনায়ক তামিম।

নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ ক্রিকেট দল যখন সমালোচনায় বিদ্ধ, তখনই বোমা ফাটানোর মতো তথ্য দিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিম গণমাধ্যমকে বলেন, ‘আমার চেয়ে যদি কেউ ভালো করে, বেশি রান করে, হি ইজ মোস্ট ওয়েলকাম। শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে বা টেস্টেও। আমার চেয়ে কেউ ভালো করলে আপনার কী মনে হয়, আমি জায়গা আঁকড়ে থাকব? এটি এমন নয় যে, আমি জায়গাটা কিনে নিয়েছি। এটি আমার একার দল নয়।’

টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টির তিন ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৩ সেঞ্চুরির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ১৩ হাজার ৭৮১ রান করা তামিম বলেন, ‘আগামী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে আমাকে একই সঙ্গে তিনটি ফরম্যাটে খেলে যাওয়া সম্ভব নয়। আমাকে যে কোনো দুটি ফরম্যাট বেছে নিতে হবে। তা হলে আমার মনে হয় দলের জন্য আরো বেশি ভূমিকা রাখতে পারব। এটি এখনো হতে পারে, এখন থেকে ছয় মাস পরও হতে পারে। এমনও হতে পারে দুই ফরম্যাট না খেলে এক ফরম্যাটে খেলব।’ ৩২ বছর বয়সী এ ওপেনার আরো বলেন, ‘আমি আমার লক্ষ্য নির্ধারণ করে রেখেছি। এ বছরও দেখতে পারেন, পরের বছরও দেখতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটকে দীর্ঘ করতে চাইলে এক ফরম্যাট চাইতে হবে। এখন হোক বা কদিন পর, আমি অনেক মানুষকে চমকে দেব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads