• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

ঢালিউড

এসকে মুভিজের নতুন কৌশল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ মে ২০১৮

গণমাধ্যম সূত্রের খবর- এরই মধ্যে চিত্রায়ণ সম্পন্ন হয়েছে ‘ভাইজান এলো রে’ ছবির। কলকাতার এসকে মুভিজ প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি। ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। নতুন খবর হলো- পুরো ছবির চিত্রায়ণ শেষ করে ছবিটি নির্মাণের অনুমতি চেয়েছেন পরিচালক জয়দীপ।

গত রোববার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে অনুমতি চেয়েছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ চেয়েও আবেদন করেছেন তিনি। ছবিটির নির্মাণ শেষ করে অনুমতি চাওয়ায় আবারো জটিলতা তৈরি হয়েছে এফডিসিতে। চলছে নানা বিতর্ক। ভারতীয় প্রযোজনার এ ছবিটি ঈদের ছবি হিসেবে মুক্তি পাবে বলেও প্রচারণা চলছে।

জয়দীপ কি সদস্য পদ পাবেন? জানতে চাইলে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, ‘পরিচালক সমিতিতে তিন ধরনের সদস্য পদ রয়েছে। আজীবন, সহযোগী আর সাধারণ সদস্য। বাংলাদেশের নাগরিক নন কিন্তু বাংলাদেশের প্রযোজকের নিয়োগপ্রাপ্ত হয়ে ছবি পরিচালনা করছেন, এমন কেউ অতিথি সদস্য হতে পারবেন। তিনি সমিতির সব সুযোগ সুবিধা পাবেন কিন্তু ভোটাধিকার পাবেন না।’

উদাহরণ টেনে তিনি জানান, এর আগে ভারতের পরিচালক গৌতম ঘোষ সব নিয়মনীতি মেনে তিনটি ছবি নির্মাণ করেছেন। জয়দীপের ব্যাপারটি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

‘ভাইজান এলো রে’ ছবি বাংলাদেশে মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা ট্রেড লাইসেন্সসহ অন্যান্য নিয়ম মেনে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করেছেন। তিনি বাংলাদেশ অথবা বাইরের পরিচালক দিয়ে কাজ করাতে পারেন। ছবিটি যদি সেন্সর পায় তাহলে তো মুক্তি পেতে বাধা নেই।’

ছবির নাম নিবন্ধন সম্পর্কে জানতে চাইলে খোকন জানান, জয়দেব মুখার্জি তার ছবির নাম দিয়েছেন ‘ভাইজান এলো রে’। এতে শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল সরকার অভিনয় করবেন বলে অনুমতি চেয়েছেন তিনি।

এ নামে ছবির শুটিং শেষ, তাহলে কীভাবে নিবন্ধন হবে? উত্তরে খোকন বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখব।’ ঈদুল ফিতরে কলকাতায় মুক্তি পাওয়ার কথা ‘ভাইজান এলো রে’ ছবিটির। সে লক্ষ্যে প্রচারণাও শুরু করেছে এসকে মুভিজ। তবে বাংলাদেশে ছবিটির মুক্তি এখনোই পুরোপুরি নিশ্চিত নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads