• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাতিল হলো নৃত্য পরিচালক বিভাগ

সমালোচনার মুখে পড়ে বাতিল হলো ‘নৃত্য পরিচালক’ বিভাগ

ঢালিউড

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬

বাতিল হলো নৃত্য পরিচালক বিভাগ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ মে ২০১৮

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’-তে ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ বিভাগটি বাতিল করা হয়েছে। সমালোচনার মুখে পড়ে বিভাগটি বাতিল করে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে এমনটাই জানা গেছে।

এ বিভাগে ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ হাবিব। ‘নিয়তি’ ছবির জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হওয়ার পরই হাবিব জানান, তিনি এ ছবিতে কাজ করেননি। নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছে ভারতের জয়েশ প্রধান। বিভিন্ন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ ছবিতে কাজ না করেও হাবিবকে পুরস্কার দেওয়া নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। জালিয়াতির প্রতিবাদে সরব হয়ে ওঠে চলচ্চিত্র পরিবার। শুরু হয় বক্তব্য-পাল্টা বক্তব্য। ঘোলা হয়ে ওঠে চলচ্চিত্রাঙ্গনের পরিবেশ। বিব্রত অবস্থায় পড়ে তথ্য মন্ত্রণালয়। খোঁজ নিয়ে তারা জানতে পারে, ‘নিয়তি’ ছবির সঙ্গে হাবিবের কোনো ধরনের সংযুক্তি নেই। তাই এবার বাতিল করা হচ্ছে এই পুরস্কার।

শুরুতে ছবিটির বাংলাদেশের অংশের প্রযোজক হিসেবে সব জায়গায় নাম লেখা ছিল ‘জাজ মাল্টিমিডিয়া’। কিন্তু পরিবেশ ঘোলা হলে তারা দাবি করে, ছবিটির প্রযোজক জাজ ছিল না, পরিবেশক ছিল। জাজ মাল্টিমিডিয়া থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই দাবি করে তারা। পাঠানো বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ ছিল, ‘নিয়তি’ ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এএইচ খান এন্টারটেইনমেন্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads