• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পুরোটাই গুজব বললেন প্রযোজক

চিত্রনায়িকা বুবলী

সংরক্ষিত ছবি

ঢালিউড

বুবলীর সরে দাঁড়ানো

পুরোটাই গুজব বললেন প্রযোজক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৮

‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন চিত্রনায়িকা বুবলী। দেশি একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে এমনটাই জানা গেছে। ছবিটি থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে বুবলী ওই গণমাধ্যমকে বলেছিলেন- ‘দেখুন, আমি সংখ্যায় নয় কাজের মানে বিশ্বাস করি। আর তাই কাজ একটু কম করতে চাই। আমি নিজের ইচ্ছায় সরে দাঁড়িয়েছি। কারণ একই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমার অন্য আরেকটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে, যেটার জন্য আমার বিশেষ এবং অনেক প্রস্তুতির দরকার। একসঙ্গে কয়েকটা কাজে মনোযোগ দেওয়া আমার জন্য একটু কঠিন হয়ে পড়বে। মূলত সে কারণেই ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটি আমি করছি না। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি।’

গত ২৬ জুন রাজধানীর ওয়েস্টিন হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করেছিল ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। সেখানে ঘোষণা দেওয়া হয়েছিল শাকিব খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করবেন বুবলী। তাদের সঙ্গে থাকবেন নবাগত মৃদুলা। ছবিটি পরিচালনা করবেন শাহিন সুমন।

বুবলী নিজেকে সরিয়ে নিয়েছেন ব্যাপারটি কতটুকু সত্য? জানতে চাইলে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘একদম মিথ্যা কথা। পুরো মিথ্যা কথা। এটা গুজব ছাড়া আর কিছুই নয়।’ শেষ পর্যন্ত যদি ববুলী সরে দাঁড়ান, তাহলে বিকল্প কাকে ভাবছেন? উত্তরে সেলিম খান বলেন, ‘বুবলী সাইনিং করেছে, টাকা নিয়েছে, তাহলে সে কেন করবে না? এটা প্রশ্নই আসে না। বুবলী আমার ছোট বোনের মতো। ও আমার ছবি না করলে কার ছবি করবে? বুবলী কাজ করবেই। এগুলো গুজব।’

জানা গেছে, বুবলী বর্তমানে একই প্রযোজনা সংস্থার ‘ক্যাপ্টেন খান’ ছবির চিত্রায়ণে ব্যস্ত রয়েছেন। গতকাল থেকে ছবির শেষ লটের চিত্রায়ণ শুরু হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গতকাল থেকে এফডিসিতে ছবির চিত্রায়ণে অংশ নিয়েছেন বুবলী। ওপার বাংলার পায়েল মুখার্জিও চিত্রায়ণে অংশ নিতে কলকাতা থেকে ঢাকা এসে পৌঁছেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads