• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মান্নার প্রতিষ্ঠানের ‘জ্যাম’

প্রয়াত চিত্রনায়ক মান্না

সংরক্ষিত ছবি

ঢালিউড

মান্নার প্রতিষ্ঠানের ‘জ্যাম’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

প্রায় এক দশক পর নতুন ছবি প্রযোজনা করতে যাচ্ছে প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলী কথাচিত্র’। সম্প্রতি ‘জ্যাম’ শিরোনামের নতুন এ ছবিটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন মান্নার স্ত্রী শেলী মান্না। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ জুলাই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

এ প্রসঙ্গে শেলী মান্না বলেন, ‘ছবির কাহিনী লিখেছেন প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী। গল্প নির্বাচন অনেক আগেই করা হয়েছিল। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ছবির প্রি-প্রডাকশনের কাজ অনেকটাই শেষ হয়েছে। নায়ক-নায়িকা নিয়ে এখনই কথা বলতে চাই না। মহরতের মাধ্যমে সব জানাব।’

ছবির কাস্টিংয়ে চমক রয়েছে উল্লেখ করে শেলী মান্না আরো বলেন, ‘দর্শকদের একটি ভালো ছবি উপহার দেওয়ার চেষ্টা নিয়ে কাজ করে যাব। আশা করি দর্শকরা ভালো একটি ছবি পাবেন।’

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হূদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান জনপ্রিয় চিত্রনায়ক মান্না। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক ছবি প্রযোজনা করা হয়েছিল, যেগুলো অধিকাংশই ব্যবসা সফল ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। মান্না চলে যাওয়ার পর তার প্রতিষ্ঠানের হাল ধরেছেন তার স্ত্রী শেলী মান্না। সবশেষ, কৃতাঞ্জলী কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছিল ‘পিতা মাতার আমানত’ ছবিটি। প্রায় এক দশক আগে ছবিটি নির্মাণ-পরিচালনা করেছিলেন এফআই মানিক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads