• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শতাধিক হলে ‘ভাইজান এলো রে’

সারা দেশে ১০৯টি হলে আজ মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত আলোচিত ছবি ‘ভাইজান এলো রে’

ছবি: সংগৃহীত

ঢালিউড

শতাধিক হলে ‘ভাইজান এলো রে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৮

সারা দেশে ১০৯টি হলে আজ মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত আলোচিত ছবি ‘ভাইজান এলো রে’। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে আমদানি করেছে এনইউ আহমেদ ট্রেডার্স। বাংলাদেশের খবরকে এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য মামুন।

তিনি বলেন, ‘প্রথম সপ্তাহে ৮০টি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। ছবিটির প্রতি হল মালিকদের খুব বেশি আগ্রহ। ঈদের চেয়েও বেশি আগ্রহ আছে। তাই হলসংখ্যা বেড়ে ১০৯টি হয়েছে।’

শাকিব খানের ছবি বলেই হল মালিকদের এত আগ্রহ উল্লেখ করে মামুন আরো বলেন, ‘হলের মান বুঝে বিভিন্ন রেন্টালে ছবিটি দেওয়া হচ্ছে। একেক হলে একেক রকম রেন্টাল। অন্যান্য ছবি থেকে তুলনামূলক অনেক বেশি রেন্টালে দিচ্ছি ছবিটি। যেমন নারায়ণগঞ্জের নিউ মেট্রো হলে ৫ লাখ টাকায় ছবিটি দিয়েছি আমরা।’

‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এসকে মুভিজ প্রযোজিত এ ছবিতে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার। ছবিটিতে আরো অভিনয় করেছেন দীপা খন্দকার, মুনিরা মিঠু, শাহেদ আলী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads