• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চলছে নোলকের চিত্রায়ণ

অভিনেতা শাকিব খান ও ববি

সংগৃহীত ছবি

ঢালিউড

চলছে নোলকের চিত্রায়ণ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০১৮

শাকিব খান ও ববি অভিনীত আলোচিত ছবি ‘নোলক’। গত বছরের শেষদিকে বেশ ঘটা করে মহরত অনুষ্ঠিত হয়েছিল ছবিটির। সে সময় ছবিটিতে শাকিব খানের রেকর্ড সম্মানী নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছিল। মহরতে তরুণ পরিচালক রাশেদ রাহাকে নিয়ে সম্ভাবনার কথাও বলেছেন অনেকে। পরিকল্পনামতো ভারতের হায়দরাবাদে চিত্রায়ণ শুরু করেছিলেন পরিচালক রাশেদ রাহা। কয়েক মাস আগে ছবিটি ‘ছিনতাই’ হওয়ার অভিযোগ এনেছিলেন তিনি। ছবির প্রযোজকের বিরুদ্ধে এ অভিযোগ করে চলচ্চিত্র পরিচালক সমিতিতে চিঠি দিয়েছিলেন রাশেদ রাহা। তার পরের ঘটনা প্রায় সবারই জানা।

পরিচালক-প্রযোজক দ্বন্দ্বে আটকে থাকার পর আবারো চিত্রায়ণ শুরু হয়েছে ছবিটি। রাজধানীর তেজগাঁওয়ের একটি স্টুডিওতে সেট ফেলে চলছে চিত্রায়ণ। গত ২৮ আগস্ট থেকে চিত্রায়ণে অংশ নিয়েছেন শাকিব খান ও ববি। চিত্রায়ণ চলবে আরো দুই থেকে তিনদিন। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক সাকিব সনেট। বাংলাদেশের খবরকে তিনি বলেন, ‘কোক স্টুডিওতে চিত্রায়ণ চলছে। আজ (গতকাল) সেটের কাজ চলছে। সেট ভেঙে আবার তৈরি করা হচ্ছে। সেট প্রস্তুত হলে আবার ক্যামেরা ওপেন করব আমরা।’

বিভিন্ন কারণে রাশেদ রাহাকে সরিয়ে ছবিটি পরিচালনা করছেন প্রযোজক নিজেই। জানিয়ে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আমার প্রযোজনা ও পরিচালনাতেই ছবিটি মুক্তি পাবে। রাশেদ রাহার সঙ্গে এ ছবির আর কোনো সম্পৃক্ততা নেই। আমি আমার টিম নিয়ে খুব ভালোভাবেই চিত্রায়ণ করে যাচ্ছি।’

চিত্রায়ণ কতটুকু শেষ হয়েছে? জানতে চাইলে সাকিব সনেট বলেন, ‘ছবির কাজ প্রায় শেষের দিকে। সব মিলিয়ে আর প্রায় সপ্তাহখানেক লাগবে আমাদের।’ শাকিব-ববি ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন— ওমর সানী, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, রজতাভ দত্ত প্রমুখ। বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ ছবিটি চলতি বছরেই মুক্তির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads