• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এফডিসিতে সালমান শাহর জন্ম উৎসব

প্রয়াত চলচ্চিত্র তারকা সালমান শাহ

সংগৃহীত ছবি

ঢালিউড

এফডিসিতে সালমান শাহর জন্ম উৎসব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৮

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন উপলক্ষে বড় পরিসরে জন্মবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে ‘সালমান শাহ স্মৃতি পরিষদ’। আসছে ১৯ সেপ্টেম্বর প্রয়াত এ চিত্রনায়কের ৪৭তম জন্মবার্ষিকী। এ দিন সালমান শাহকে স্মরণ ও তারকা মেলার আয়োজন করবে তার ভক্তরা।

এ দিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) চত্বরে আলোচনা সভা, কেক কাটা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সালমান শাহ উৎসবে চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় সালমান শাহর। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে অন্তরে অন্তরে, দেন মোহর, তোমাকে চাই, বিক্ষোভ, বিচার হবে, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, আশা ভালোবাসা, জীবন সংসার, মহামিলন, স্বপ্নের নায়ক ইত্যাদি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads