• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
২৭ বছর পর নতুন মুখের সন্ধানে

অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য দেন অতিথিরা

সংগৃহীত ছবি

ঢালিউড

২৭ বছর পর নতুন মুখের সন্ধানে

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৯৮৪ ও ১৯৮৮ সালে আয়োজন করা হয়েছিল ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম। সবশেষ এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ২৭ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে আবারো শুরু হলো ‘নতুন মুুখের সন্ধানে’ কার্যক্রম। গত রোববার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন মুখের সন্ধানে ২০১৮’-এর ‘গ্র্যান্ড ওপেনিং’।

এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, চিত্রনায়ক আলমগীর, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ, তথ্য সচিব এমএ মালেক, সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

অনুষ্ঠানের প্রথম পর্বে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থানায় বক্তব্য দেন অতিথিরা। এ সময় তারা এ আয়োজন করায় চলচ্চিত্র পরিচালক সমিতিকে সাধুবাদ জানান। অতিথিদের অনেকেই আশা করেন, এ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে শিল্পী সঙ্কট দূর হবে। পরে ‘নতুন মুখের সন্ধানে ২০১৮’-এর জুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন মুশফিকুর রহমান গুলজার। এবারের আসরে জুরি বোর্ডে থাকছেন চিত্রপরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়ক আলমগীর, নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, চিত্রনায়িকা চম্পা ও জয়া আহসান। নাম ঘোষণার পর মঞ্চে আসেন আলমগীর, চম্পা ও জয়া আহসান। তাদের উপস্থিতিতে ‘নতুন মুখের সন্ধানে ২০১৮’-এর প্রথম প্রতিযোগী হিসেবে প্রতীকী নিবন্ধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এরপর শুরু হয় আয়োজনের দ্বিতীয় পর্ব। এ পর্বের শুরুতেই চিত্রনায়ক মান্না ও চিত্রনায়িকা দিতির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীর দ্বৈত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আরো সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল, ইমরান ও কণা। অনুষ্ঠানে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ফেরদৌস, পূর্ণিমা, জায়েদ খান, আঁচল, সাইমন ও মাহি। তাদের সঙ্গে ছিলেন ঈগল ড্যান্স গ্রুপের সদস্যরা। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এশিয়ান টিভি।

এর আগে গত ১৪ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিযোগিতার প্রচার স্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বেশ কিছু বিষয় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads