• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সালমান খরায় চলচ্চিত্রাঙ্গন

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ

সংগৃহীত ছবি

ঢালিউড

সালমান খরায় চলচ্চিত্রাঙ্গন

  • সোহেল অটল
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০১৮

সালমান শাহ মারা গেছেন প্রায় ২২ বছর হতে চলল। এই বাইশ বছরে কত অভিনেতা এলেন-গেলেন! তবুও সালমানের অভাবটা দূর হলো না। একবারের জন্যও, একজন অভিনেতা দেখেও মনে হলো না— যাক, এবার সালমান হারানোর দুঃখটা ঘুচল!

এই যে হন্যে হয়ে সালমানকে খুঁজে বেড়ানো, এর মানে কি এই নয় যে সালমানের মানের অভিনেতা গত ২২ বছরে কেউ আসেনি?

সম্ভবত ব্যাপারটা তেমন না। গত ২২ বছরে অনেক ভালো অভিনেতা চলচ্চিত্রাঙ্গনে এসেছেন। বর্তমানে যিনি দেশের চলচ্চিত্র শাসন করছেন, সেই শাকিব খানও ভালো অভিনেতা। অবশ্যই তিনি উঁচু মানের অভিনেতা। সে কারণেই দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতের মতো প্রতিযোগিতামূলক বাজারেও নিয়মিত কাজ করছেন। অবশ্যই সফলতার সঙ্গে।

কিন্তু সালমানের সঙ্গে অন্যদের সুনির্দিষ্ট কিছু পার্থক্য আছে। মাত্রই ২৫ বছর বয়সে মারা যাওয়ার আগে সালমান নিজের স্বাতন্ত্র্য প্রমাণ করে গিয়েছেন। সালমান ছিলেন স্বপ্নকুমার। স্বতন্ত্র স্টাইল, রুচিবোধের কারণে অনায়াসেই তিনি অন্যদের থেকে নিজের পার্থক্য গড়ে নিতে পেরেছিলেন। আর অভিনয়টা ছিল সহজাত। যে অল্প কিছু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন (২৭টি), তাতেই তার অভিনয়ের বৈচিত্র্য প্রমাণ হয়। তিনি এই জায়গায় ছিলেন অনন্য। নিরেট প্রেমিক থেকে পাড়ার মাস্তান, কোনোটাতেই তাকে বেমানান মনে হয়নি কখনো।

সালমান কোটি তরুণের মনে স্বপ্ন এঁকে দিয়ে গেছেন। তরতাজা, রঙিন সেসব স্বপ্ন বিমূর্ত হয়ে এখনো ভক্তদের হূদয় দোলায়। সেই স্বপ্নকে টেক্কা দেওয়ার মতো কোনো তরুণ আর চলচ্চিত্রে আসেনি। ব্যক্তিত্ব, রুচিবোধ দিয়ে জয় করতে পারেনি সালমান ভক্তদের হূদয়। সে কারণেই এখনো মানুষ সালমানকেই খোঁজে। সালমানের অভাব বিষাদে ডোবায়।

প্রায় ২৭ বছর পর বিএফডিসির উদ্যোগে শুরু হয়েছে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম। যেসব তরুণ এই কার্যক্রমে নিজের নাম নিবন্ধন করছেন, তাদের অনেকের কাছে প্রিয় নায়কের নাম জানতে চাইলে নির্দ্বিধায় বলেন— সালমান শাহ। এসব তরুণ যখন বড় হচ্ছিলেন, তারও অনেক আগে সালমান শাহ মারা যান। সালমানকে চোখে না দেখে, ছুঁয়ে না দেখেও তার মতো ‘নায়ক’ হতে চায় এখনো এ প্রজন্মের ছেলেরা। সালমান কতটা আধুনিক ছিলেন, এটাও তার একটা প্রমাণ।

যুগে যুগে সালমানকে আরো খুঁজতে হবে। তার মতো ক্ষণজন্মা প্রতিভা আবার কবে এদেশে আসবে, সেই প্রতীক্ষায় দিন কাটবে চলচ্চিত্রপ্রেমীদের, সন্দেহ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads