• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
শুরুতেই টেকনিক্যাল সমস্যা

প্রতিযোগীতার লোগো

সংগৃহীত ছবি

ঢালিউড

শুরুতেই টেকনিক্যাল সমস্যা

  • আল কাছির
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর ২০১৮

চলচ্চিত্রে শিল্পী সঙ্কট দূর করার জন্য দীর্ঘ ২৭ বছর পর ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ কার্যক্রমের ‘গ্র্যান্ড ওপেনিং’। এ দিন জুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা থেকে শুরু করে প্রতীকী রেজিস্ট্রেশনও করা হয়। প্রথম প্রতিযোগী হিসেবে প্রতীকী রেজিস্ট্রেশন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ দিকে গত ২০ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন পরিচালক মোহাম্মদ হোসেন জেমী। তিনি লেখেন, ‘নতুন মুখের সন্ধানে’র রেজিস্ট্রেশনের নিয়মাবলি সংক্রান্ত এখনো কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন পরিচালক সমিতি প্রকাশ করেনি। সামাজিক প্রচার মাধ্যম বিশেষ করে ইউটিউবে রেজিস্ট্রেশনের নিয়মাবলি সংক্রান্ত কোনো ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না। যেসব মনগড়া নিয়মাবলি প্রচার করা হচ্ছে, সেগুলো অসত্য এবং ভিত্তিহীন। অপেক্ষা করুন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি শিগগিরই আনুষ্ঠানিকভাবে নিয়মাবলি প্রকাশ করবে।’

আনুষ্ঠানিক উদ্বোধনের ছয় দিন পার হলেও প্রতিযোগী রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনো সকলের জন্য উন্মুক্ত হয়নি। কারণ হিসেবে পরিচালক সমিতির একাধিক সূত্র বলছে, ‘টেকনিক্যাল সমস্যা’। কারিগরি সমস্যার কারণেই উদ্বোধনের পরও শুরু হয়নি নিবন্ধন প্রক্রিয়া। তার মানে কি বিিমল্লাতেই গলদ? উত্তরে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন গতকাল বাংলাদেশের খবরকে বলেন, ‘টেকনিক্যাল সমস্যা যেটা ছিল সেটা সমাধান করা হয়েছে। আগামীকাল (আজ রোববার) বিকাল কিংবা পরশু (কাল সোমবার) সকালের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।’

এখনো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়নি জানিয়ে খোকন আরো বলেন, ‘আমাদের কিছু কাজ বাকি আছে। কেউ যাতে দুই নম্বরি কিছু না করতে পারে সেজন্য সব ব্যবস্থা নিয়ে নিবন্ধন শুরু করা হবে। পোস্টার-বিলবোর্ড উন্মুক্ত হবে এবং বিকাশে টাকা জমা করার পদ্ধতি যুক্ত হবে। যাতে কেউ কোনো ফেক কিছু করতে না পারে সেজন্যই টেকনিক্যাল ব্যাপারগুলো শক্ত করা হচ্ছে। তাই একটু দেরি হচ্ছে।’

কার্যক্রমের অনেক স্পন্সর থাকতেও রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এ ব্যাপার সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তি জানিয়েছেন অনেকেই। বিষয়টি নিয়ে জানতে চাইলে খোকন বলেন, ‘সর্বশেষ যখন এ কার্যক্রম হয়েছিল তখন রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকাই ছিল। এবার অনেকে প্রস্তাব করেছিল ফি বাড়ানোর জন্য। কিন্তু প্রতিযোগীদের বেশি অংশগ্রহণের কথা চিন্তা করে আমরা ৫০০ টাকা করেছি।’

যেদিন থেকে ঘোষণা হবে সেদিন থেকে এক মাস চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, জানান পরিচালক সমিতির মহাসচিব। ‘কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া?’ উত্তরে নির্ধারিত কোনো তারিখ বা দিন বলতে পারেননি তিনি। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) বিকাল অথবা পরশু (কাল) সকালের মধ্যেই শুরু হয়ে যাবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads