• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
দেশের মান রাখতে পেরেছি

চিত্রনায়ক শাকিব খান

সংগৃহীত ছবি

ঢালিউড

দেশের মান রাখতে পেরেছি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক শাকিব খান। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন সুপারস্টার খ্যাতি। সীমানা পেরিয়ে অভিনয় করছেন ওপার বাংলার ছবিতেও। মূলত ‘শিকারি’ ছবিতে দুর্দান্ত অভিনয় করেই দুই বাংলায় নিজের জাত চিনিয়েছেন শাকিব। স্টার সিনেপ্লেক্সের ১৪ বছর পূর্তিতে ‘শিকারি’ ছবিকে সম্মাননা দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

তারা জানায়, স্টার সিনেপ্লেক্স যাত্রা শুরুর পর থেকে যে ছবিগুলো প্রদর্শন করে ব্যবসায়িক সফলতা পেয়েছে তার মধ্যে ‘শিকারি’ অন্যতম। গত সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা মঞ্চে ছবিটি সম্পর্কে শাকিব খান বলেন, যৌথ প্রযোজনায় আমার অভিনীত প্রথম ছবি ‘শিকারি’। এ ছবিতে অভিনয় করে আমি উপলব্ধি করতে পেরেছি শিল্পীর কোনো দেশ নেই, সীমানা নেই। একজন শিল্পীর জন্য পুরো পৃথিবী খোলা। এ ছবির চিত্রায়ণে যখন কলকাতা যাই, তখন তারা জানত আমি বাংলাদেশের সুপারস্টার। ছবির টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই আমার দিকে তাকিয়ে থাকত। তখন আমার মনের মধ্যে কাজ করত, আমাকে ভালো করতেই হবে। যদি ভালো করতে না পারি তাহলে আমাদের চলচ্চিত্রের বদনাম হবে। আমি চাইতাম আমার ইন্ডাস্ট্রির মুখ যেন উজ্জ্বল হয়। তাই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। প্রথম ছবি দিয়েই কলকাতার দর্শকদের কাছে পরিচিতি পান শাকিব খান। এ ব্যাপারে তিনি বলেন, ‘মুক্তির পর ছবিটি সাফল্য পেয়েছে। এজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি আমার ইন্ডাস্ট্রি ও দেশের মান রাখতে পেরেছি। সুনাম অর্জন করেছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads