• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দেবী যেন টিজারের মতো হয়, ট্রেইলারের মতো না

বিতর্কহীন ‘দেবী’ নিয়ে সবার মাঝে চলছে তুমুল উত্তেজনা

সংগৃহীত ছবি

ঢালিউড

দেবী যেন টিজারের মতো হয়, ট্রেইলারের মতো না

  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০১৮

রাফিউজ্জামান রাফি

হুমায়ূন আহমেদ ধরাধামে না থেকেও বাংলা ভাষাভাষীদের এক মায়াজালে আচ্ছন্ন রেখেছেন। আমাদের তিনি আজো চুম্বকের মতো টানছেন। তিনি সম্পর্কিত নতুন কোনো চলচ্চিত্রের মুক্তি পেলেই তার প্রমাণ মেলে। মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ এবং অনম বিশ্বাসের ‘দেবী’ চলচ্চিত্র নিয়ে গুঞ্জনই জানান দেয়, ‘থাকেন তিনি না থাকা জুড়ে।’

‘ডুব’ চলচ্চিত্রটি নানা তর্ক-বিতর্কের সম্মুখীন হয়েও সবার নিকট যে কাঙ্ক্ষিত ছিল। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল চলচ্চিত্রটি। এবার বিতর্কহীন ‘দেবী’ নিয়ে সবার মাঝে চলছে তুমুল উত্তেজনা। ‘দেবী’ চলচ্চিত্রটির মুক্তিপ্রাপ্ত টিজার ও ট্রেইলার ঘিরে টান টান উত্তেজনাই তার প্রমাণ।

সম্প্রতি ‘দেবী’র মুক্তিপ্রাপ্ত ট্রেইলারটি দেখার পর আমার মনে হলো, দেবীর টিজার আমাকে যতটা উত্তেজিত করেছিল ট্রেইলারটি যেন আমাকে ততটাই দমিয়ে দিয়েছে। আর তাই ট্রেইলারটি দেখার পর থেকেই আমি বার বার মনে মনে প্রার্থনা করছিলাম, ‘দেবী যেন টিজারের মতো হয়, ট্রেইলারের মতো না হয়’। আমার বিশ্বাস আপনি যদি ‘দেবী’র টিজার ও ট্রেইলারটি মিলিয়ে দেখেন তবে আপনিও মনে মনে এই প্রার্থনাই করবেন। কারণ ‘দেবী’র টিজারের কথা বলতে হলে বলব, ‘আহা, কি সে টিজার!’ সেকেন্ডে সেকেন্ডে যেন জুয়েল আইচের জাদু মিশে আছে তাতে। জয়া আহসানের একাকী জানালার পাশে দাঁড়িয়ে থাকা, বাতাসের ভৌতিক শব্দ এগুলো দেখে যেন মনে হয়েছিল কি যেন একটা আছে ‘দেবী’তে। তারপর হুতুম পেঁচার পাশাপাশি জয়া আহসানের বসে থাকা যেন ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছিল যেন পৃথিবীর সেরা ভিডিওগ্রাফিগুলোর একটি চলছে চোখের সামনে। তাছাড়া শবনম ফারিয়াকে হঠাৎ করে জয়ার বলে ওঠা, ‘আজ কোথাও যাবেন না’ সংলাপটি যেন ফারিয়াকে চমকে দেওয়ার মতো দর্শকদেরও চমকে দেয়। এরপর জয়ার ‘এরপর থেকে আমি যা বলি সব সত্যি হয়’ সংলাপটি তো গায়ে কাঁটা দেওয়ার মতো ছিল। টিজারের পরের দৃশ্য যেমন, জয়ার মানসিক বিকারগ্রস্তদের মতো হেঁটে যাওয়া দর্শকদের কিছু সময়ের জন্য বিকারগ্রস্ততায় নিয়ে যেতে সক্ষম। মোট কথা টিজারের শুরুতে জয়ার একাকী জানালার ধারে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে শেষ দৃশ্যে ভৌতিক ডাক ‘রানু রানু’, যে কারো চোখের পলক ফেলতে না দেওয়ার মতো এবং অন্য কোনো জগতে নিয়ে যাওয়ার মতোই শক্তিশালী ছিল।

কিন্তু ট্রেইলারটিতে শুধু জয়ার ছাদের ওপর একাকী বসে থাকার দৃশ্যটি বাদে দেখার মতো কিছু পাইনি। বাকি যা ছিল তা ভৌতিক শব্দ, আলো আঁধারি আর কিছু উচ্চবাচ্য ছাড়া আর কিছু না। এ ছাড়া ট্রেইলারের আর কোনো কিছুই নাড়া দেওয়ার মতো মনে হয়নি।

মূলত একটি চলচ্চিত্রের ট্রেইলার বানানো হয় চলচ্চিত্রটির কতিপয় চুম্বক অংশের সমন্বয়ে। কিন্তু দেবীর ট্রেইলারে যা দেখেছি তা যদি হয় চুম্বক অংশ, তবে আমি বলব অংশগুলো একদম চুম্বক শক্তিহীন। আর এই ট্রেইলারের ওপর যদি ভিত্তি করে আমাকে চলচ্চিত্র দেখতে বলা হয়, তবে আমি হতাশ। তাই সবশেষে আমার প্রার্থনা, ‘দেবী যেন টিজারটির মতো হয়, ট্রেইলারের মতো না’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads